×

আন্তর্জাতিক

গোটা দেশের মানুষ বলতে একটি মাত্র পরিবার!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৯ এএম

গোটা দেশের মানুষ বলতে একটি মাত্র পরিবার!
অস্ট্রেলিয়ার পশ্চিমে পার্থ শহরের উত্তরে ৫৯৫ কিলোমিটার কাঁচামাটির পথ পাড়ি দিলেই দেখা মিলবে এই দেশটির। গোটা দেশের আয়তন প্রায় হংকংয়ের আয়তনের সমান, ৭৫ বর্গ কিলোমিটার, বাসিন্দা একটিই মাত্র পরিবার। অদ্ভুত বৈশিষ্ট্যধারী অথচ সার্বভৌম এ দেশটির নাম প্রিন্সিপালিটি অব হাট রিভার। ১৯৭০ সালের ২১ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক দেশ হিসেবে গড়ে ওঠে এটি। রাজধানীর নাম নায়েন। হাট রিভার ডলার নামে নিজস্ব মুদ্রা রয়েছে দেশটির, যার মুদ্রামান অস্ট্রেলীয় ডলারের সমান। ২০১৩ সালের পরিসংখ্যানে দেশটির লোকসংখ্যা মাত্র ২৩ জন, যারা সবাই একই পরিবারের সদস্য। লিওনার্ড ক্যাসলি বলে এক ব্যক্তি সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এই দেশ গড়ে তোলেন। পশ্চিম অস্ট্রেলিয়া সরকার ১৯৬৯ সালে একটি আইন পাস করে যাতে বলা হয় নিজের মালিকানায় ১০০ একরের বেশি জমি রাখতে পারবেন না কেউ। অথচ লিওনার্ডের জমির পরিমাণ তখন প্রায় ১৩০০০ একর। কোনো সমাধান না পেয়ে শেষমেষ নিজের দেশ তৈরির মাধ্যমে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেন লিওনার্ড। অস্ট্রেলিয়ার প্রশাসনের সঙ্গে বিরোধিতা থাকলেও ইংল্যান্ডের রানিকে অবমাননা করবেন না বলে নিজেকে কখনো ‘রাজা’ ঘোষণা দেননি লিওনার্ড। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ৯৪ বছর বয়সে মৃত্যু হয় লিওনার্ডের। আজীবন ব্রিটিশ রানির সঙ্গে যোগাযোগ ছিল তার। সারা বিশ্ব থেকেই এখন পর্যটকরা ছুটে যান প্রিন্সিপালিটি অব হাট রিভারে। সেখানকার ভিসা পেতে খরচ লাগে মাত্র চার ডলার। প্রিন্সিপালিটি অব হাট রিভারের সর্বত্র নিজেকে উজাড় করে মেলে ধরেছে প্রাকৃতিক সৌন্দর্য। সাগরতীরে গোলাপি রঙের বেলাভূমি পর্যটকদের মুগ্ধ করে। এই মুহূর্তে দেশ চালাচ্ছেন লিওনার্ড ক্যাসলির ছেলে প্রিন্স গ্রায়েম। কম খরচে ঘোরার এত ভালো গন্তব্য সারা পৃথিবীতে কমই আছে। যদিও এখানে রেস্তোরাঁ হাসপাতাল কিছু নেই। তবে অস্ট্রেলিয়া ঘুরতে গিয়ে দুদিনের জন্যে যে কেউই ঘুরে আসতে পারেন প্রিন্সিপালিটি অব হাট রিভার। সূত্র আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App