×

অর্থনীতি

কোনো সিদ্ধান্ত ছাড়াই সংসদীয় কমিটির বৈঠক শেষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৪ পিএম

কোনো সিদ্ধান্ত ছাড়াই সংসদীয় কমিটির বৈঠক শেষ
কোন সিদ্ধান্ত ছাড়াই নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠক শেষ হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। গত ১১ সেপ্টেম্বর সংসদের চতুর্থ অধিবেশনে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ সংসদে উত্থাপণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দেশীয় জাহাজগুলো যাতে কোন ধরনের সমস্যায় না পড়ে বা বর্হিশত্রুর আক্রমের শিকার না হয় এ ধরনের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল উত্থাপিত হয়। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিল সম্পর্কে প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, বাংলাদেশের জাহাজ মালিকরা যেন আরও বেশি বেশি জাহাজ ক্রয় বা সংগ্রহ করতে আগ্রহী হন সেজন্য নতুন আইনে সুরক্ষা সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App