×

খেলা

কে হচ্ছেন রিয়ালের কোচ?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮ এএম

কে হচ্ছেন রিয়ালের কোচ?
গত মৌসুমে যাচ্ছে-তাই পারফরমেন্স করে রিয়াল মাদ্রিদ। লা লিগায় তৃতীয় হয়ে মৌসুম শেষ করে। ফলে গত মৌসুমের মাঝেই সানতিয়াগো সোলারিকে সরিয়ে বড় আশা নিয়ে কোচ হিসেবে দলে আবার ফিরিয়ে আনা হয় জিনেদিন জিদানকে। ফরাসি কিংবদন্তি আশ্বাস দেন আগের বারের মতো দলকে আবারও সাফল্য এনে দেবেন। কিন্তু প্রাক মৌসুম থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে রিয়াল। প্রাক মৌসুমের একটি ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৭-৩ গোলে হারে। এরপর লা লিগায়ও নেই সাফল্য। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটি জয় ও দুটি হারে আট পয়েন্ট রয়েছে টেবিলের পাঁচ নম্বর অবস্থানে। এতটুকু পর্যন্ত রিয়ালের সমর্থকরা মেনেই নেয় এই ভেবে যে, পরবর্তী ম্যাচে তাদের দল ঘুরে দাঁড়াবে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে ৩-০ গোলে শোচনীয়ভাবে হারে লস ব্লানকোসরা। তা ছাড়া গ্যারথ বেল, জেসম রদ্রিগেজসহ বেশ কয়েকজনকে দল থেকে বের করে দেয়ার চেষ্টা চালান জিদান। এ নিয়েও কিছু সমর্থকের মধ্যে জিদানের ওপর ক্ষোভ ছিল। হার ও আগের ক্ষোভ সব মিলিয়ে সবদিক থেকে দাবি ওঠে কোচ জিদানকে বহিষ্কার করার জন্য। শোনা গেছে এর মধ্যে আলোচনাও শুরু হয়ে গেছে কার কাঁধে দেয়া হবে জিদানের দায়িত্ব। ছোট একটি তালিকাও তৈরি করেছেন রিয়ালের কর্তারা। জিদান যদি পরবর্তী ম্যাচগুলোতে সাফল্য এনে না দিতে পারেন তাহলে শিগগিরই তার বিদায় ঘণ্টা বেজে যাবে। এই তালিকায় প্রথমেই এগিয়ে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহো। নতুন কোচ বাছাইয়ে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পছন্দ এমন কাউকে যিনি বর্তমানে কোনো দলের দায়িত্বে নেই। গত ডিসেম্বর থেকে ম্যানইউ থেকে বহিষ্কার হওয়ার পর ফুটবল থেকে দূরেই রয়েছেন মরিনহো। এরপর রয়েছেন জুভেন্টাসের সাবেক কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি। তালিকার শেষে রয়েছেন সাবেক রিয়াল অধিনায়ক রাউল। রিয়াল সভাপতির কোচ হিসেবে আরেকটি পছন্দ হলো এমন কোনো ব্যক্তি যিনি রিয়ালের হয়ে খেলেছেন। তাই রাউলও এই দৌড়ে অনেক এগিয়ে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App