×

জাতীয়

সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিৎ : মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩০ পিএম

সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিৎ : মির্জা ফখরুল
বর্তমান সরকারের এই মুহুর্তে পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে। এই সরকারকে যদি আমি বলি জুয়াড়ি সরকার, আমার অপরাধ হতে পারে না। কারণ, সরকার সব দিক থেকে ব্যার্থ হয়ে এখন জুয়ায় আশ্রয় নিয়েছে। তারা ভাবছে জুয়া খেলে যদি কোনো রকমে টিকা থাকা যায়। যাবে না, কারণ এটা হচ্ছে গণতন্ত্রকামী মানুষের দেশ। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি দাবিতে মহিলাদল আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন। সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা চাই এখনো আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিন এবং খালেদা জিয়ার মুক্তিতে কোনো বাধা হবেন না। তাকে আইনগতভাবে মুক্তি দিন। ভোট চুরি করে যে পার্লামেন্ট গঠন করেছে তা বাতিল করেন। নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দিন। তিনি আরো বলেন, আজকে আওয়ামী লীগের ছোট নেতা,পাতি নেতাদের দাপটে দেশে থাকা যাচ্ছে না। সরকারি কর্মচারীরা চুপচাপ চলে যায় মান- সম্মান, ইজ্জত নিয়ে। যা হুকুম করে তাই করতে হয়। চাদা দাও নয়তো যাও। আজকে মাটি কুড়ে বেড়িয়ে আসছে সরকারের পাপের ইতিহাস। কেচো খুজতে গিয়ে সাপ বের হয়ে আসছে। বিএনপির মহাসচিব বলেন, আজকে সকারের লোকেরা ইচ্চামতো মানুষ খুন করে, ক্রাস ফায়ারিং করে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসা করলে বলা হয় জানি না। নিখুঁত ভাবে গুম হয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এমপি পর্যন্ত বাদ যায়নি। গত এক বছরে বিদেশে ২৭ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে দাবি করে তিনি আরো বলেন, ক্যাসোনোর গুলো কাজ করে বিদেশীরা এবং তারাই দেশের টাকা বিদেশে পাচার করছেন। খালেদা অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, আমরা একবারও বলি নাই বেগম জিয়াকে দয়া করে ছেড়ে দিন। দেশের একজন নাগরিক হিসেবে তার যেটা প্রাপ্য সে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, আমরা কোর্টে যাই জামিনের জন্য। বিচারপতি সব শুনে বক্তব্য শুনে চলে যান। বলেন পরে আদেশ দেবো। যখন উপর থেকে নির্দেশ আসে পরে তিনি আদেশ দেন। এখন দেশে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। মির্জা ফখরুল বলেন, অনেকে দোষারোপ করেন পুলিশকে। পুলিশ কী করবে। উপর মহল থেকে যা হুকুম হয়, নির্দেশ হয় পুলিশের তা পালন করতে হয়। তারা হুকুম দিয়েছে দেশে যারা গনতন্ত্র চায়, তাদের মারো, তারা মেরেছে। হুকুম দিয়েছে নির্বাচনের সকল কেন্দ্র দখল করো করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App