×

জাতীয়

বাবার সঙ্গে হাইকোর্টে মিন্নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০ এএম

বাবার সঙ্গে হাইকোর্টে মিন্নি

আইনজীবীর সঙ্গে দেখা করতে বাবার সঙ্গে সুপ্রিম কোর্টে আয়েশা সিদ্দিকা মিন্নি। ছবি: শাহাদত হাওলাদার।

বাবার সঙ্গে হাইকোর্টে মিন্নি

আইনজীবীর সঙ্গে দেখা করতে বাবার সঙ্গে সুপ্রিম কোর্টে আয়েশা সিদ্দিকা মিন্নি। ছবি: শাহাদত হাওলাদার।

বাবার সঙ্গে হাইকোর্টে মিন্নি

আইনজীবীর সঙ্গে দেখা করতে বাবার সঙ্গে সুপ্রিম কোর্টে আয়েশা সিদ্দিকা মিন্নি। ছবি: শাহাদত হাওলাদার।

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে থাকা নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে এসেছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে তিনি সুপ্রিম কোর্টে আসেন। মিন্নি তার প্রধান আইনজীবী জেড আই খান পান্নার চেম্বারে যান। উচ্চ আদালতে নিঃস্বার্থভাবে আইনি লড়াই করা অন্য আইনজীবীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।   [caption id="attachment_164925" align="aligncenter" width="700"] আইনজীবীর সঙ্গে দেখা করতে বাবার সঙ্গে সুপ্রিম কোর্টে আয়েশা সিদ্দিকা মিন্নি। ছবি: শাহাদত হাওলাদার।[/caption] সেখানে তিনি পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে পরামর্শ করবেন। সৌজন্য সাক্ষাৎ ও আইনি পরামর্শ শেষে মিন্নির প্রধান আইনজীবী এ বিষয়ে সাংবদিকদের ব্রিফ করবেন। গত ২ সেপ্টেম্বর হাইকোর্টের দেয়া জামিন চেম্বার আদালত বহাল রাখায় কারাগার থেকে মুক্তি পান মিন্নি। গত ২৯ আগস্ট মিন্নিকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। তবে জামিনে থাকাকালে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলা যাবে না বলে শর্ত দেন আদালত। [caption id="attachment_164924" align="aligncenter" width="700"] আইনজীবীর সঙ্গে দেখা করতে বাবার সঙ্গে সুপ্রিম কোর্টে আয়েশা সিদ্দিকা মিন্নি। ছবি: শাহাদত হাওলাদার।[/caption] গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ২৭ জুন ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App