×

আন্তর্জাতিক

ত্রিপুরায় আজ শুরু হচ্ছে বাংলাদেশি চিত্র প্রদর্শনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৬ পিএম

ত্রিপুরায় আজ শুরু হচ্ছে বাংলাদেশি চিত্র প্রদর্শনী
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার নজরুল কলাক্ষেত্র আর্ট গ্যালারিতে আজ রবিবার থেকে বাংলাদেশি চারুশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শন শুরু হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত তা চলবে। চট্টগ্রাম চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষার ৫০ বছর পূর্তিতে চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের উদ্যোগে এই চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চারুশিল্পীদের এই টিমটি আগরতলায় পৌঁছালে তাদের অভিনন্দন জানান আগরতলার চারুশিল্পীরা। আজ বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করবেন ত্রিপুরার সমাজকল্যাণমন্ত্রী শান্তনা চাকমা। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন। চারুশিল্পীদের এই টিমে থাকা চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের সভাপতি শিল্পী আহমেদ নেওয়াজ বলেন, চট্টগ্রাম চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষার ৫০ বর্ষপূর্তির এই আনন্দযজ্ঞকে দেশের আঙ্গিনায় সীমাবদ্ধ না রেখে দেশের বাইরেও নিয়ে যাওয়ার আকাক্সক্ষায় এবার আগরতলায় আমাদের এ চিত্র-প্রদর্শনীর আয়োজন। এই প্রদর্শনী ভ্রাতৃপ্রতীম দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে শিল্পের আদান-প্রদানের মধ্য দিয়ে আমাদের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করার হবে। প্রদর্শনীতে সহযোগিতা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এবং চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ, ঢাকা এবং চট্টগ্রামের ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। ‘পঞ্চাশের আনন্দযজ্ঞে এসো মাতি সৃজনে আনন্দে নন্দিত ভুবনে’ এ শিরোনামে চিত্র প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত ক্যাটালগে ত্রিপুরা সরকারের মন্ত্রী, চারুশিল্পী ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশি সহকারী হাইকমিশনার কিরিটী চাকমাসহ বিশিষ্টজনদের শুভেচ্ছাবাণীও রয়েছে। শিল্পী অজয় সেন চৌধুরী জানিয়েছেন, এ প্রদর্শনীর আয়োজনে আগরতলার চারু ও কারুকলা কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্যসহ আরো অনেকেই সহযোগিতা করেছেন। চারুশিল্পীদের এই টিমে রয়েছেন অধ্যাপক কে এম এ কাইয়ুুম, অধ্যাপক ড. মাসুদ মাহমুদ, অধ্যাপক নাসিমা মাসুদ, আহমেদ নেওয়াজ, চারুশিল্পী-চলচ্চিত্রকার সত্যজিত রায়, গবেষক আনোয়ার হোসেন পিন্টু, শিল্পী-কবি বিজন মজুমদার, অজয় সেন চৌধুরী, ড. জেসমিন আকতার, লক্ষ্মীধর, স্বপন আচার্য, ফরিদা খানম উত্তম তালুকদার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App