×

জাতীয়

কুশল বিনিময়েও মধু ঝরলো না মধুর ক্যান্টিনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫১ পিএম

কুশল বিনিময়েও মধু ঝরলো না মধুর ক্যান্টিনে
নতুন দায়িত্ব পাওয়ার পর নেতাকর্মীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মধুর ক্যানটিনে যান ছাত্রদলের শীর্ষ নেতারা। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সোয় ১১ টায় ক্যানটিনে ঢোকেন নতুন সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সদ্য সাবেক ঢাবি সভাপতি আল মেহেদী তালুকদার। একই সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও সেখানে ভিড় করেন। আগে থেকেই মধুর ক্যান্টিনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাবি সভাপতি সনজিত চন্দ্র দাস। নিজেদের দলীয় নেত্রীকে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ছাত্রদল নেতা শ্যামল ও আল মেহেদী মধুর ক্যানটিনে প্রবেশ করেই ছাত্রলীগ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে কুশল বিনিময় করেন। সে সময় দুই পক্ষের মধ্যে বেশ হাসিখুশি ভাব দেখা যায়। তবে ছাত্রদল নেতারা হাত বাড়িয়ে সনজিতের সঙ্গে কুশল বিনিময় করার চেষ্টা করলেও অনাগ্রহের জন্য সম্ভব হয়নি। পরে শ্যামল আর মেহেদী মধুর ক্যানটিনের বাম পাশের টেবিলে বসলে তাদের অনুসারিরা আস্তে আস্তে স্লোগান দিতে দিতে ভিড় করতে থাকেন৷ এরপর ছাত্রলীগের নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দিতে থাকেন৷ প্রথম দিকে স্বাভাবিকভাবে স্লোগান দিলেও মাঝপথে আক্রমণাত্মক স্লোগান দিতে দেখা যায়৷ ছাত্রলীগের নেতাকর্মীরা 'খালেদার চামড়া তুলে নেবো আমরা', 'খালেদার দুই গালে জুতা মার তালে', 'ছি! ছি! খালেদা লজ্জায় বাঁচি না', ' জয় বাংলা' ইত্যাদি স্লোগানের সঙ্গে করতালি দিতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের৷ অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের শুধু 'খালেদা, জিয়া' স্লোগান দিতে দেখা যায়৷ মধুর ক্যানটিনে পৌনে ১ ঘণ্টার মতো অবস্থান করে বের হয়ে ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাংবাদিকদের বলেন, 'আমরা দায়িত্ব পাওয়ার পর প্রথম মধুর ক্যান্টিনে এসেছি৷ কিন্তু ছাত্রলীগ আমাদের সাথে সৌজন্যমূলক আচরণ করেনি৷ তারা উস্কানিমূলক স্লোগান দিয়েছেন৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App