×

জাতীয়

শোভন-রাব্বানীর আছর ছাত্রদলে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩০ পিএম

শোভন-রাব্বানীর আছর ছাত্রদলে!

ছাত্রদলের নতুন সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক শ্যামল

স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে বসিয়ে রেখে অনুষ্ঠানস্থলে কয়েক ঘণ্টা বিলম্বে এসে বিতর্ক সৃষ্টি করা ছাত্রলীগের পদ হারানো সভাপতি ও সম্পাদকের পথ এবার অনুসরণ করলেন সদ্য নির্বাচিত ছাত্রদলের শীর্ষ দুই নেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীরসহ সিনিয়র নেতারা তাদের তিরস্কার করার পাশাপাশি ছাত্রলীগের ‘ডোন্ট কেয়ার’ দুই নেতার পরিণতি কথা স্মরণ করে দিয়েছেন। তবে ছাত্রলীগের শোভন-রাব্বানীর আছর লাগা ছাত্রদলের সদ্য পদ পাওয়া দুই নেতা সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। দলীয় সূত্রমতে, প্রায় দুই যুগেরও বেশি সময় পর ১৯ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি পদে নির্বাচিত হন ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন শ্যামল। পদ পাওয়ার পর প্রথম কর্মসূচি ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে তাদের যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তারা সেখানে না পৌঁছলেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা হাজির হয়েছিলেন। নতুন সভাপতি সাধারণ সম্পাদকের জন্য অপেক্ষা মহাসচিব অপেক্ষা করছিলেন। ঘণ্টা খানেক পর সাড়ে ১১টায় অবশেষে ছাত্রদল নেতা খোকন ও শ্যামল সেখানে পৌঁছান। শীর্ষ নেতাদের দাঁড়িয়ে রেখে বিলম্বে আসার কারণে দুই নেতাকে তিরস্কার করা হয়। এ সময় ক্ষোভ প্রকাশ করে কয়েকজন নেতা বলেন, এদের অবস্থা তো দেখি ছাত্রলীগের পদ হারানো দুই নেতা শোভন-রাব্বারীর মতো। তারা নাকি নিজেদের প্রোগ্রামে আওয়ামী লীগ নেতাদের আমন্ত্রণ দিয়ে কয়েক ঘণ্টা পরে উপস্থিত হন। ছাত্রদলেও দেখি একই অবস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App