×

জাতীয়

জিকে শামীমের ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৯ পিএম

জিকে শামীমের ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক

ফটো সাংবাদিককে ধাক্কা দিয়ে ফেলে দেয়া ব্যক্তি

অবৈধ অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তার আলোচিত যুবলীগ নেতা জি কে শামীমের ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ভোরের কাগজের ফটো সাংবাদিক শাহাদাত হাওলাদার। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা মহানগর হাকিম আদালত (সিএমএম কোর্ট) ভবনের দ্বিতীয় তলার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পরে সাংবাদিকদের তোপের মুখে ক্ষমা চেয়েই সটকে পড়েন। পরিচয় জানা না গেলেও সাংবাদিকরা ধারণা করছেন তিনি শামীমের সহযোগী।

হেনস্তার শিকার শাহাদাত জানান, জি কে শামিমকে দোতলার সিঁড়ি দিয়ে নামানোর সময় তিনি ছবি তোলার চেষ্টা করেন। এ সময় লোকটি ছবি তুলতে বাধা দেয়। এক পর্যায়ে কলার ধরে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। এ পরিস্থিতিতে অন্যান্য সাংবাদিকরা ওই ব্যক্তিকে ঘিরে ধরে। তখন তিনি ক্ষমা চেয়ে দ্রুত সটকে পড়েন।

তবে সটকে পড়ার আগেই সাংবাদিকরা তার ছবি ও ভিডিও ধারন করেন। তাৎক্ষণিকভাবে তাকে কেউ সনাক্ত করতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App