×

খেলা

রুবেল, সাব্বির না তাইজুল !

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৪ পিএম

রুবেল, সাব্বির না তাইজুল !
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচের আগে মুল একাদশ নিয়ে ভাবনায় টাইগার শিবির। আফগানিস্থানের বিপক্ষে ফাইনালের আগে ম্যাচটি নিয়ম রক্ষার হলেও ম্যাচটির গুরুত্ব কম নয়। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জেতা আগের দল নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামতে পারবে না। সেক্ষেত্রে ফাইনালের আগে পরীক্ষা-নিরীক্ষার ম্যাচটিতেও প্রথাগত পন্থায় একাদশ হবে চূড়ান্ত হতে পারে। হাতের ইনজুরির কারণে জিম্বাবুয়ের ম্যাচে আলো ছড়ানো আমিনুল ইসলাম বিপ্লব খেলতে পারছেন না। ব্যান্ডেজ নিয়ে অনুশীলন করলেও তাকে নিয়ে ঝুকি নিতে চায় না টীম ময়ানেজমেন্ট।তরুণ এই লেগ স্পিনারের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন পেসার রুবেল হোসেন। আলোচনায় আছে সাব্বির রহমান, তাইজুল ইসলামের নামও। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথম সাক্ষাতে হারের পর দলে বড় পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে দেখা গেছে সেই পরিবর্তনের প্রভাব। তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্তর অভিষেক হয়েছে ওই ম্যাচে। দুই বছর পর ফিরেছিলেন শফিউল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষেও একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে অভিষেক হওয়া শান্তকে বসিয়ে খেলানো হতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা মোহাম্মদ নাঈম শেখকে। এছাড়া প্রথম ম্যাচেই বাজিমাত করা লেগ স্পিনার বিপ্লব ইনজুরির কারণে ছিটকে যেতে পারেন, তার জায়গায় ফিরতে পারেন তাইজুল ইসলাম। আরও একটি পরিবর্তনের ইঙ্গিত মিলেছে অনুশীলনে। পেসার রুবেল হোসেনকে নিয়ে শুক্রবার পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্টকে অনেক পরিশ্রম করতে দেখা গেছে। মোস্তাফিজ কিংবা শফিউলের বদলে রুবেলকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে বড় খেলতে না পারলেও ধীরে সুস্থে এবং আস্থার সাথে শুরু করা বাঁহাতি নাজমুল হোসেন শান্তও হয়তো থেকে যাবেন। সেটা হলে তিনি আবারও লিটন দাসের সঙ্গে ওপেনিং করবেন। তবে যেহেতু এ ম্যাচে পাবার ও খোয়াবার কিছু নেই, তাই মারকুটে ওপেনার নাইম শেখকেও একটা সুযোগ দেয়া হতে পারে। তারপরও ফাইনাল যেহেতু নিশ্চিত। তাই ২৪ সেপ্টেম্বরের আগে দলে খানিক পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ তো আছে। টাইগার টিম ম্যানেজমেন্ট সে সুযোগ নিতেই পারে। সম্ভাব্য একাদশ : লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম/সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App