×

জাতীয়

মাদকাসক্ত স্বামীর হাতে প্রাণ গেল পায়েলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৮ পিএম

মাদকাসক্ত স্বামীর হাতে প্রাণ গেল পায়েলের
রাজধানীর কদমতলী থানাধীন নতুন শ্যামপুর হাইস্কুল রোডের একটি বাসা থেকে পায়েল (১৮) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদকাসক্ত স্বামী রাশেদ তাকে শারীরিক নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে স্বজনরা। এই ঘটনায় সিলভার কারখানা শ্রমিক রাশেদকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পুলিশ হাই স্কুল রোডের হক সাহেবের ৪ তলা বাড়ির দ্বিতীয় তলা থেকে পায়েলের মৃতদেহ উদ্ধার করে। কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ মামুন জানান, খবর পেয়ে সকালে ওই বাসার খাটের উপর থেকে অচেতন অবস্থায় পায়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পায়েলের গলায়, মুখমণ্ডলসহ শরীরে বিভিন্ন জায়গায় ছিলা ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই বাসা থেকে রাশেদকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তর জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। হাসপাতালে মৃত পায়েলের মা মরিয়ম আক্তার ও স্বজনরা জানান, পায়েলের বাবা হাবিব মিস্ত্রীর কাজ করে আর মা মরিয়ম একটি হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী হিসেবে চাকরী করেন। থাকেন হাই স্কুল রোডের জিকির এর বাড়িতে। ২ ছেলে ১ মেয়ের মধ্যে পায়েল মেঝো। স্কুলে পড়ালেখা অবস্থায় এক বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে করে পায়েল ও রাশেদ। এরপর থেকে একই রোডের হক সাহেবের বাড়িতে ভাড় থাকতো তারা। তিনি আরো জানান, পায়েলের স্বামী রাশেদ মাদকাসক্ত। বিভিন্ন সময় পায়েলকে কারণে অকারণে নির্যাতন করতো। শুক্রবার রাতেও পায়েলের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধরও করে সে। পরে রাগ করে পায়েল তাদের বাসা তালা দিয়ে মায়ের বাসায় চলে আসলে রাতেই রাশেদ তাকে নিতে আসে। সে যাবেনা বললে আবার তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে পায়েল তার সাথে ওই বাসায় চলে যায়। এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময়ও তাকে মারধর করতে করতে নিয়ে যায়। শনিবার সকালে মা মরিয়ম হাসপাতাল থেকে বাসায় ফিরে শুনতে পারে পায়েলকে তার স্বামী মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে তিনি রাশেদের বাসায় গিয়ে দেখেন, বাসার খাটের উপর অচেতন অবস্থায় পড়ে রয়েছে পায়েল। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন। এসময় রাশেদও বাসায়ই ছিলো। পরে পুলিশে খবর দিলে পুলিশ রাশেদকে আটক করেে এবং পায়েলকে হাসপাতালে নিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App