×

জাতীয়

সঙ্গীতশিল্পীকে চাপা দেয়া বাসটি চালাচ্ছিলেন সহকারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৫ পিএম

সঙ্গীতশিল্পীকে চাপা দেয়া বাসটি চালাচ্ছিলেন সহকারী
সঙ্গীত শিল্পী ও পরিচালক পারভেজ রব কে চাপা দেয়া ভিক্টর ক্লাসিক পরিবহনের গাড়িটি চালকের সহকারী মোঃ আক্তার হোসেন চালাচ্ছিলেন। এসময় চালক মোঃ সুমন বসা ছিলেন ঠিক তার পাশে। পরে বাসটি ঘটনাস্থলে ফেলে তারা পালিয়ে যায়। শনিবার (২০ সেপ্টেম্বর) বাস চাপায় সঙ্গীত শিল্পী ও পরিচালক পারভেজ রব নিহতের ঘটনায় বাস ড্রাইভার মোঃ সুমন এবং কন্ডাক্টর মোঃ আক্তার হোসেনকে গ্রেপ্তারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইড় বাজার এলাকা হতে চালক মোঃ সুমন ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার দিনারা এলাকা হতে কন্ডাক্টর মোঃ আক্তার হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম। গত ০৫ সেপ্টেম্বর’ সকালে তুরাগ থানাধীন ধউর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সামনে পারভেজ রব সদর ঘাট যাওয়ার উদ্দেশ্যে গাড়ীর জন্য অপেক্ষমান অবস্থায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসকে থামানোর জন্য সংকেত দিলে গাড়ীর চালক বাসটি না থামিয়ে বেপরোয়া ও দ্রুত গতিতে চালিয়ে পারভেজ রবকে চাপা দেয়। উক্ত ঘটনায় পারভেজ রবের স্ত্রী তুরাগ থানায় একটি মামলা দায়ের করে। উক্ত ঘটনার বিষয়ে ভিক্টর ক্লাসিক গাড়ীর মালিক, ম্যানেজার, ড্রাইভার ও হেলপারদের খোঁজ করতে গেলে বাদী, বাদীর ছেলে ইয়াছির আলভী রব ও ছেলের বন্ধু মেহেদী হাসান ছোটনদেরকে ভিক্টর ক্লাসিকের অপর একটি বাস উত্তরা ৯নং সেক্টর এলাকায় গাড়ী চাপা দেয়। এসময় ইয়াছির আলভী রব গুরুত্বর আহত হয় (আহতাবস্থায় সে বর্তমানে আই সি ইউ তে চিকিৎসাধীন আছে) এবং মেহেদী হাসান ছোটন নিহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App