×

জাতীয়

ডেঙ্গু পরিস্থিতি : রোগী কমেছে ২০ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০২:১০ পিএম

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে ২০ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় (২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০৮ জন। এর মধ্যে ঢাকায় ১৩৫ এবং ঢাকার বাইরে ২৭৩ জন আক্রান্ত। শুক্রবার ৫০৮ জন আক্রান্তের মধ্যে ঢাকায় ১৬৫ ও ঢাকার বাইরে নতুন ভর্তি রোগী ৩৪৩ জন। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিলো ৪৯১ জন। এর মধ্যে ঢাকায় ১৫৯ জন এবং ঢাকার বাইরে ৩৩২ জন আক্রান্ত হয়। বুধবার ৫৩৬ জন আক্রান্তের মধ্যে ঢাকায় ১৭৫ ও ঢাকার বাইরে ৩৬১ জন। এবং মঙ্গলবার মোট আক্রান্ত ৬১৫ জনের মধ্যে ঢাকায় ১৯৮ ও ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৪১৭ জন। কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, পহেলা জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে ঢাকায় ৪৬ হাজার ১১ জন, ঢাকার বাইরে ৩৮ হাজার ৩৮৬ জন।হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ৮১ হাজার ৯৪২ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ২৫২ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯১৭ জন এবং অন্যান্য বিভাগে এক হাজার ৩৩৫ জন ভর্তি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২০৩ টি মৃত্যুর তথ্য এসেছে। ১১৬ টি মৃত্যু পর্যালোচনা করে ৬৮ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App