×

খেলা

টাইগারদের আফগান পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:১২ পিএম

টাইগারদের আফগান পরীক্ষা
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লিগ পর্বের এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। আজ শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। ম্যাচটি কেবল নিয়মরক্ষার হলেও বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ। বাংলাদেশের লক্ষ্য থাকবে আফগানদের বিপক্ষে টানা হারের ধারা থেকে বেরিয়ে আসা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে যথারীতি সন্ধ্যা সাড়ে ৬টায়। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা সুখের নয়। গত পাঁচ ম্যাচে টানা চারটিতে হার। এই সিরিজেই সবশেষ ম্যাচে তারা আফগানদের কাছে হেরেছে কোনো লড়াই ছাড়াই। এবার সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশার হিসাব মেলেনি। অনেক হিসাব চুকানোর বাকি আফগানিস্তানের বিপক্ষে। ফাইনাল তো বটেই, এমনকি প্রাথমিক পর্বে আফগানদের বিপক্ষে শেষ ম্যাচটিও বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টে ফাইনালে উঠলেও আফগানদের বিপক্ষে আগের ম্যাচটিতে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেননি সাকিব, মুশফিকরা। অতএব ফাইনালের আগে যদি আরেকবার আফগানিস্তানের বিপক্ষে হারতে হয় তাহলে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস নেমে যাবে আরো তলানিতে। বাস্তবতা হচ্ছে আজকের ম্যাচে বাংলাদেশ জিতে গেলে ফাইনালে ফেভারিট থাকবে স্বাগতিকরা। সেই সঙ্গে থাকবে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাও। বাংলাদেশ যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিল, তাতে অবশ্য ফাইনালে ওঠা নিয়েও শঙ্কা ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে দল ছিল বিপর্যস্ত। দলে ফেরা তরুণ আফিফ হোসেন ধ্রুব সেদিন উদ্ধার করেছিলেন। দ্বিতীয় ম্যাচে অবশ্য দাপুটে পারফরমেন্সেই জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা এসেছে। এই জয় থেকেই খানিকটা বিশ্বাস ফিরেছে বাংলাদেশ শিবিরে। বুধবার ৪১ বলে ৬২ রানের ইনিংসে দলের জয়ের নায়ক মাহমুদউল্লাহর মতে, ফাইনালের আগে আফগানদের বিপক্ষে জয় ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচ শুরুর আগে তিনি বলেন, আমাদের লক্ষ্য আফগানিস্তানের সঙ্গে আরও ভালো পারফরমেন্স করে জয় পাওয়া। যেন আমরা ম্যাচটা জিততে পারি এবং ফাইনালের জন্য তৈরি হতে পারি। সামনের জয়টি আমাদের আরো আত্মবিশ্বাসী করবে। ফাইনাল নিশ্চিত হওয়ায় অনেকটা নির্ভার থেকেই ম্যাচটি খেলার কথা বাংলাদেশ দলের। আফগানদের বিপক্ষে চাপমুক্ত থেকে নিজেদের সেরাটা দেখানোর সুযোগ এটিই। তাই টুর্নামেন্টের বাস্তবতায় ম্যাচের গুরুত্ব খুব না থাকলেও বাংলাদেশ ক্রিকেটের জন্য ম্যাচটিকে ঘিরে কৌতূহল থাকবে যথেষ্টই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App