×

জাতীয়

গোপালগঞ্জে ট্রাককে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৭ এএম

গোপালগঞ্জে চাকা পাংচার হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা রড বোঝাই ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস। এতে বাসের যাত্রী পুলিশের সুবেদারসহ ৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। শুক্রবার রাত ২ টার দিকে ঢাকা-খুলানা মহাসড়কে গোপালগঞ্জের সদর উপজেলার সোনাশুর নিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রাজলক্ষ্মী গ্রামের নারায়ন হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৩), একই উপজেলার পাতিলাখালী গ্রামের নূর ইসলামের ছেলে রাসেল (২২) ও ছোট আমতলী গ্রামের দশরত মন্ডলের ছেলে কমল মন্ডল (২৪)। গোপালগঞ্জ সদর থানার ওসি মনি হোসেন ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, চাকা পাংচার হয়ে রড বোঝাই একটি ট্রাক সোনাশুরে হাইওয়ের পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয় দেয়। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত হয় এবং কমপক্ষে ১৬ জন আহত হয়। আহতদের মধ্যে সুবেদার আব্দুর রশিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ১৪ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপতালে ভর্তি করেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App