×

খেলা

আজই ফিরছেন রুবেল!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬ পিএম

আজই ফিরছেন রুবেল!
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০১৫ সালে বসেছিল ওয়ানডে বিশ^কাপের একাদশ আসর। ওই আসরে গ্রæপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প ছিল না টাইগারদের সামনে। মহাগুরুত্বপূর্ণ ওই ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২৭৫ রান সংগ্রহ করে মাশরাফির দল। এই লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর ছিল ৮ উইকেটে ২৬০ রান। শেষ ২ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল ইংলিশদের। এমন কঠিন পরিস্থিতি ক্যাপ্টেন ম্যাশ বল তুলে দেন রুবেল হোসেনের হাতে। ৪৯তম ওভারের প্রথম বলে তিনি বোল্ড করেন স্টুয়ার্ট ব্রডকে। আর পরের বলে জেমি এন্ডারসনকেও বোল্ড করে টাইগারদের জয় নিশ্চিত করেন রুবেল। ডানহাতি এই পেসারের করা ওই দুটি ডেলিভারির কথা টাইগার সমর্থকরা মনে রাখবে চিরকাল। বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার রুবেল হোসেন। নিয়মিত ১৪০ (কিলোমিটার ঘণ্টা) গতিতে বল করতে পারেন তিনি। তবুও জাতীয় দলের একাদশে নিয়মিত খেলার সুযোগ হয় না তার। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ ধারাবাহিকতার অভাব। এক ম্যাচে অসাধারণ বোলিং করে সবার নজর কাড়েন। আবার পরের ম্যাচেই লাইন- লেন্থহীন বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সামনে বড় স্কোরের সুযোগ তৈরি করে দেন। ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে খেলার সুযোগ হয়নি তার। তবে রুবেল ফিরতে পারেন আজকের ম্যাচে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের স্কোয়াডে ছিলেন না রুবেল। অবশ্য সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ডানহাতি এই পেসার নিজেই বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন। যে কারণে কন্ডিশনিং ক্যাম্পেও বেশি দিন থাকা হয়নি তার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পুত্র সন্তানের বাবা হয়েছেন রুবেল। এর কয়েক দিন পর থেকেই ফের পুরোদমে অনুশীলন শুরু করেন দেশের সবচেয়ে দ্রুতগতির এই পেসার। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিল না তার নাম। তবে গত সোমবার চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোর জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রুবেলকে যুক্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ তিনি এখন সাকিব-মুশফিকদের সঙ্গে চট্টগ্রামেই আছেন। চট্টগ্রাম পর্বের প্রথম দিনের ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয় টাইগাররা। ওই ম্যাচের একাদশে জায়গা হয়নি রুবেলের। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে কোচ রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। ম্যাচটিতে রুবেলের খেলার সম্ভাবনা রয়েছে। স্পিনের চেয়ে পেস বোলিংয়ে বেশ দুর্বলতা রয়েছে আফগানদের। সে হিসেবে আজ টাইগার একাদশে পেসারের সংখ্যা বাড়তে পারে। আর যদি পেসার বাড়ানো হয় তবে মোস্তাফিজ, শফিউলের সঙ্গে স্বাগতিকদের পেস আক্রমণে দেখা যাবে অভিজ্ঞ রুবেল হোসেনকেও। এ ছাড়া ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় আজকের ম্যাচে নিয়মিত একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ফাইনালে সম্পূর্ণ ফিট মোস্তাফিজকে পেতে চাইবে বাংলাদেশ দল। তাই আজ তাকে বিশ্রাম দেয়া হতে পারে। আর সে ক্ষেত্রে কাটার মাস্টারের পরিবর্তে একাদশে ফিরবেন রুবেল। ২০০৯ সালের ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় রুবেল হোসেনের। বর্তমানে ২৯ বছর বয়সী রুবেল এখন পর্যন্ত খেলা ১০১ ওয়ানডেতে ১২৬ উইকেট পেয়েছেন। বাগেরহাট থেকে উঠে আসা এই পেসার ওয়ানডে ক্যারিয়ারে ৫ উইকেট পেয়েছেন একবার। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল। পেয়েছেন ২৮ উইকেট। ২০ ওভারের ক্রিকেটে তার সেরা বোলিং ৩১ রানে ৩ উইকেট। এ ছাড়া ২৬ টেস্টে ৩৩ উইকেট শিকার করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App