×

সাহিত্য

শিশুদের মাঝেই দেশ গড়ার কারিগর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮ পিএম

শিশুদের মাঝেই দেশ গড়ার কারিগর
‘বাংলাদেশের মানুষের প্রাণের সংগঠন খেলাঘর শিখিয়েছে কীভাবে বন্ধু হওয়া যায়, দেশ প্রেমিক হওয়া যায়। বঙ্গবন্ধু আমাদের স্বাধীর দেশ দিয়েছেন, আর এই দেশকে গড়ার কারিগর আমরা খুঁজে পাই শিশুদের মাঝে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের এগিয়ে নিতে যে রূপরেখা দিয়েছেন সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে হবে’। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিশু একাডেমি প্রাঙ্গণে ‘কেন্দ্রীয় খেলাঘর আসর জাতীয় সম্মেলন ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা। সকাল থেকেই একাডেমি প্রাঙ্গণ শিশু-কিশোরদের কলকাকলীতে মুখরিত হয়ে ওঠে। ‘আমরা কারা শান্তির পায়রা’, ‘বাল্যবিবাহ বন্ধ কর’, ‘শিশু নির্যাতন বন্ধ’ স্লোগানে গোটা এলাকাজুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ। এমন উৎসব মুখর পরিবেশে উন্মুক্ত মঞ্চে শুরু হয় সম্মেলন। দেশের বিভিন্ন অঞ্চলের খেলাঘর সদস্যরা হাজির হয়েছেন উৎসবে। শিশুদের নাচ, গান, আবৃত্তি আর অতিথিদের কথামালায় উদ্বোধনী আয়োজন ছিল বর্ণাঢ্য। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর আসরের উপদেষ্টা জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামান। এসময় তিনি অভিভাবকদেও উদ্দেশ্যে বলেন, সংগঠনে যোগ দিয়ে সন্তানরা যাতে শারিরীক ও মানসিক বিকাশের সুযোগ পায় এদিকে লক্ষ দিন। এটা তাদের পরীক্ষায় কয়েক নম্বর বেশি পাওয়ার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। এছাড়া ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য নিরঞ্জন অধিকারী, ভারতের শিশু সংগঠক সব্যসাচী চৌধুরী ও পীযুস, প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব। পরে ‘আমরা তো সৈনিক শান্তির সৈনিক অক্ষয় উজ্জ্বল সূর্য’ দলীয় সংগীত পরিবেশন করে সংগঠনের শিশুরা। এসময় বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনী আবেশ সৃষ্টি করেন অতিথিরা। এরপর ‘জাগো সত্যের শুভ্র আলোয় গ্রাম থেকে জেগে ওঠো শহর থেকে জেগে ওঠো’ ও ‘শ্বেত কপোত আঁকা শান্তি পতাকা’ গানের সঙ্গে পরিবেশিত হয় দলীয় নৃত্য। অনুষ্ঠানে খেলাঘরের প্রাণ এবং প্রতিষ্ঠাতা শহীদ শহীদুল্লাহ কায়সার স্মৃতিপদক প্রদান করা হয় উদ্বোধক অধ্যাপক ড.আনিসুজ্জামানকে। এছাড়া সংবর্ধনা জানানো হয় বরগুনার আমতলীর শিশু মনিকাকে। তাকে ‘বিজয়িনী যোদ্ধা তুমি’ নামে অবিহিত করা হয়। এরপর শিশু-কিশোরদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শুরু হয় কেন্দ্রীয় কাউন্সিল পর্ব। সম্মেলনের তৃতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যায়। এ পর্বের শুরুতে শিশুদের কণ্ঠে ছিল সম্মেলক গান ‘ধন্যধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’। শিশুরা এক এক করে পরিবেশন করে দলীয় সংগীত ‘আমরা মিলেছি আজ পূর্বে পশ্চিমে’, ‘এই দেশটা ভালোবেসে এসো’, ‘এই তো আজ মোরা মিলেছি সব’ সহ কয়েকটি গান। এছাড়া ছিল ‘জাতের নামে বজ্জাতি’ আবৃত্তি পরিবেশনা। সম্মেলনের দ্বিতীয় ও সমাপনী আয়োজন শুরু হবে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন সাংবাদিক ইমদাদুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App