×

সাহিত্য

প্রযুক্তির ব্যবহারে অপ্রতিরোধ্য হবে প্রকাশনা: মোস্তফা জব্বার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৭ এএম

প্রযুক্তির ব্যবহারে অপ্রতিরোধ্য হবে প্রকাশনা: মোস্তফা জব্বার

প্রকাশকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রযুক্তির ব্যবহারে অপ্রতিরোধ্য হবে প্রকাশনা: মোস্তফা জব্বার

মোস্তফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মাধ্যম কাগজ কিংবা ডিজিটাল যা-ই হোক না কেন, প্রকাশনা শিল্প কখনও বিলুপ্ত হবে না। বরং প্রযুক্তির ব্যবহারে প্রকাশনা শিল্প অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) লেখক ও প্রকাশকদের আটদিন ব্যাপী ‘সৃজনশীল বই বিষয়ক প্রশিক্ষণ ২০১৯’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন কালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রকাশনা মানব সভ্যতাকে ধারণ করে। পৃথিবীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এ শিল্প। বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ফরিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, দ্য সিটি ব্যাংকের চিফ ইকোনোমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আহসানুর রহমান। স্বাগত বক্তব্য দেন সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক। আটদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন প্রকাশক অংশ নিচ্ছেন। প্রতিদিন তিনটি করে ক্লাস হবে। লেখক, প্রতিষ্ঠিত অনুবাদক, কম্পিউটার অভিজ্ঞরা প্রশিক্ষণ দেবেন। মোস্তাফা জব্বার বলেন, শূন্য থেকে শুরু করলেও বাংলাদেশ আজ প্রকাশনার ক্ষেত্রে নেতৃত্ব দেয়। ১৯৭২ সালেও বাংলাদেশে মুদ্রণের জন্য অক্ষর আনতে হতো কলকাতা থেকে। আর আজ ২০১৯ সালে এসে বাংলা মুদ্রণ ও সাহিত্যের রাজধানী ঢাকা, বৃহৎ পরিসরে বললে বাংলাদেশ। এই রূপান্তর আমাদের জন্য গর্বের। এই বিকাশ অভাবনীয়। [caption id="attachment_164480" align="aligncenter" width="3086"] জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ[/caption] ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আমাদের প্রকাশনার একটি দুর্বল দিক হলো বইগুলো যথাযথ সম্পাদনা হয় না। বিশ্বে প্রকাশনা এখন শুধু অক্ষর নির্ভর নেই। চিত্র, ফটোগ্রাফি, গ্রাফিক যুক্ত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ‘টাইপোগ্রাফি’। এটা বিশ্বের প্রচুর ব্যবহার হয়। কিন্তু আমাদের এখানে খুব কম। অথচ আমাদের ১০৮ ধরণের টাইপ আছে। হাবীবুল্লাহ সিরাজী বলেন, বই যেমন একদিনে আসেনি, তেমনি বইয়ের রূপও একদিনে আসেনি। লেখার মাধ্যমে সময়কে ধরে রাখতে চেয়েছি পরবর্তী প্রজন্মের জন্য। তাই প্রকাশনা শিল্প এতটা গুরুত্বপূর্ণ। ফরিদ আহমেদ বলেন, প্রকাশনা শিল্প ও প্রকাশকদের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। এই প্রশিক্ষণ কর্মশালা এই উদ্যোগেরই অংশ। হঠাৎ করে আসলেন, একটা বই করলেন সেই দিন শেষ হয়ে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App