×

রাজনীতি

অপরাধী কেউই ছাড় পাবে না: শেখ সেলিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৯ পিএম

অপরাধী কেউই ছাড় পাবে না: শেখ সেলিম
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, অপরাধ যেই করুক এমপি, মন্ত্রী, দলের নেতা, অথবা অন্য যেকোনো উচ্চপদস্থ কর্মকর্তা হোক না কেন, তার ব্যাপারে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি নিয়ে নেমেছেন। অপরাধী কেউই ছাড় পাবে না। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় শেখ সেলিম আরো বলেন, ৩০ অক্টোবরের মধ্যে চট্টগ্রাম বিভাগের ১২৮টি উপজেলা ও ৩০ নভেম্বরের মধ্যে ১৫টি জেলার সম্মেলন সম্পন্ন হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় সমন্বয়ক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরসহ চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার সভাপতি সাধারণ সম্পাদকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App