×

খেলা

সুখকর হলো না মেসির প্রত্যাবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৮ এএম

এক মাস দুমাস নয়। দীর্ঘ ১১৫ দিন পর গতকাল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সেলোনার জার্সি গায়ে আবার মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে তার বুট জোড়ার ছোঁয়া পায় জার্মানির ওয়েস্টফালেনসতাদিওন স্টেডিয়াম। বহুদিন পর মাঠে নামায় তার মধ্যে ছিল গোল করার ক্ষুদা। বার্সার সমর্থকদের ছিল তার ওপর বাড়তি প্রত্যাশা। কিন্তু দর্শকদের চাওয়া অনুযায়ী প্রত্যাবর্তনটা রাঙাতে পারলেন না এই ফুটবল জাদুকর। গতকাল চ্যাম্পিয়ন্স লিগে তার দল বার্সেলোনা ০-০ গোলে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ড্র দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করে। পুরো দলের পারফরমেন্সের সঙ্গে তার পারফরমেন্সও ছিল কিছুটা নিষ্প্রভ। নিষ্প্রভ না থেকেও যে কোনো উপায় ছিল না। কারণ তাদের চেয়ে ঢের ভালো খেলেছে বরুশিয়া ডর্টমুন্ড। ধরতে গেলে বার্সাকে কোনো সুযোগই তৈরি করতে দেয়নি ক্লাবটি। এত কড়াকড়ির মধ্যেও মেসি একটি গোল করার সুযোগ তৈরি করেও বরুশিয়ার রক্ষণভাগের খেলোয়াড়দের ক্ষিপ্রতায় সেটিকে কাজে লাগাতে পারেননি। গতকাল বরুশিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের পর মাঠে নামেন মেসি। বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলা বিস্ময় বালক আনসু ফাতির বদলে মাঠে নামানো হয় তাকে। এরপর তার হাতে আবার তুলে দেয়া হয় অধিনায়কত্বের ব্যাজ। মাঠে নামার জন্য মেসি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাই মোটামুটি ফিট হওয়ার পরই তাকে খেলার জন্য গতকালের ম্যাচের জন্য ছাড়পত্র দেয় বার্সা। তবে প্রথমার্ধে নামেননি তিনি। বরুশিয়ার বিপক্ষে দলের যখন ছন্নছাড়া অবস্থা তখন ম্যাচে নামেন। নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি। পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে জার্মান ক্লাবটি। আর মেসির ওপর তো বাড়তি নজর তাদের ছিলই। মেসি বল নিয়ে এগুতে গেলেই তার সামনে তুমুল বাধা তৈরি করেছে স্বাগতিকরা। বল দখলে বার্সা এগিয়ে থাকলেও বরুশিয়ার জাল লক্ষ্য করে শুধু একবারই শট করতে সক্ষম হয়েছিল ভালভের্দের শিষ্যরা। আর অন্যদিকে বরুশিয়ার খেলোয়াড়রা চারবার শট করে বার্সার সমর্থক ও খেলোয়াড়দের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিল। বার্সা যে গতকাল ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে এটিই তাদের এই ম্যাচের সাফল্য। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় ফাউল থেকে পেনাল্টি পেয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। সেই পেনাল্টি থেকে দলকে বাঁচিয়ে দেন গোলরক্ষক স্টেগেন। পুরো ম্যাচে বার্সার সাফল্য বলতে গেলে কেবল এটিই। অবশ্য পুরো দলের ব্যর্থতার কথা শিকার করলেও মেসির গুণগানই গেয়েছেন কোচ আর্নেস্তো ভালভের্দে। ম্যাচ শেষে তিনি বলেন, প্রাক মৌসুমের কোনো ম্যাচে সে খেলেনি। দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করতে পারেনি। তবুও সে তার সবটুকু দিয়েই খেলার চেষ্টা করেছে। এটি দলের জন্য ইতিবাচক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App