×

সাহিত্য

লেখক-প্রকাশকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৩ এএম

লেখক-প্রকাশকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ
সৃজনশীল প্রকাশনা শিল্পে পেশাদারিত্বের উৎকর্ষ বৃদ্ধির জন্য বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজন করছে প্রশিক্ষণের। ১১ দিন ব্যাপী ‘সৃজনশীল বই বিষয়ক প্রশিক্ষণ কোর্স’ নামের এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন লেখক, অনুবাদক, সম্পাদক ও প্রকাশকরা। দ্য সিটি ব্যাংক লিমিটেডের সহযোগিতায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এ কোর্স শুরু হচ্ছে। কোর্সের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এতে বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, দ্য সিটি ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রশিক্ষণ, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক পরিচালক লুৎফর রহমান চৌধুরীর সমন্বয়ে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ। সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে প্রশিক্ষণের বিস্তারিত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে। প্রশিক্ষণ চলাকালে বই ও সৃজনশীল লেখালেখি বিষয়ক সেমিনারের আয়োজন থাকবে। প্রকাশকদের কৃতি সন্তানদের সংবর্ধনা দেয়া হবে। শেষদিনে গুণীজন ও স্বনামধন্য লেখকদের উপস্থিতিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App