×

জাতীয়

যুবলীগ নেতা খালেদকে গুলশান থানায় হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৫ পিএম

যুবলীগ নেতা খালেদকে গুলশান থানায় হস্তান্তর

অবৈধ ক্যাসিনো ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবের মালিক যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশান থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৩।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে র‌্যাব কার্যালয় থেকে গুলশান থানায় নেয়া হয়। পরে খালেদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে গুলশান থানায় এসব মামলা করা হয়। খালেদকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করে র‍্যাব। আটকের পর তাকে র‍্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আটকের সময় খালেদের বাড়ি থেকে ৪০০ পিস ইয়াবা, লকার থেকে ১০০০, ৫০০ ও ৫০ টাকার কয়েকটি বান্ডিল যাতে ১০ লাখ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। ডলারের যে বান্ডিল পাওয়া যায় তার মূল্যমান ৫-৬ লাখ টাকা। তার কাছ থেকে মোট ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুটি লাইসেন্সের শর্তভঙ্গ করে রাখা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App