×

অর্থনীতি

বিডিবিএল-জনতা ব্যাংকের ২৫৭ কোটি টাকার জালিয়াতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪২ পিএম

বিডিবিএল-জনতা ব্যাংকের ২৫৭ কোটি টাকার জালিয়াতি

ঋণ জালিয়াতি ও অনিয়মের কারণে ২০১২-১৩ এবং ২০১৩-১৪ অর্থ বছরে জনতা ও বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ২৫৭ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এরমধ্যে জনতা ব্যাংকের ক্ষতি ১৮২ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৬০৭ টাকা আর বিডিবিএলের ৭৫ কোটি টাকার বেশি।

এমন অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। বৃহষ্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকের কার্যপত্র সূত্রে এসব তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০১২-১৩ অর্থ বছরের হিসাব সম্পর্কিত মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০১৩-১৪ এর আপত্তি পর্যালোচনা করে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সালমান ফজলুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), বেগম ওয়াসিকা আয়েশা খান এবং জাহিদুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App