×

সাময়িকী

বগুড়া লেখক চক্রের কবিতাসন্ধ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০১ পিএম

বগুড়া লেখক চক্রের কবিতাসন্ধ্যা

বগুড়া লেখক চক্রের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত। গত সোমবার শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত কবিতাসন্ধ্যায় ২২ জন কবি অংশগ্রহণ করেন। কবিতাসন্ধ্যায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক জি এম সজল। অংশগ্রহণকারী কবিরা হলেন- মুহম্মদ শহীদুল্লাহ, খৈয়াম কাদের, সৈয়দ বুলান্দ আখতার, অ্যাড. পলাশ খন্দকার, রহমান ওয়াহিদ, শিবলী মোকতাদির, ইসলাম রফিক, জি এম সজল, এমরান কবির, আমির খসরু সেলিম, কামরুন নাহার কুহেলী, মাহবুব টুটুল, এস এম আনিছুর রহমান, আবু রায়হান, আমিনুল ইসলাম রনজু, সারমীন সীমা, আফসানা জাকিয়া, হিরুণ্য হারুন, বেলাল সরকার, প্রতত সিদ্দিক, শাহানূর শাহীন এবং সজীব মাহমুদ। কবিতাসন্ধ্যার আগে এক আলোচনা সভা সংগঠনের প্রতিষ্ঠাতা সহসভাপতি ও উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্বে হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগেঠনের সভাপতি কবি ইসলাম রফিক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম। সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, ম্যাক্স মোটেলের পরিচালক জি এম সাকলাইন বিটুল, প্রতিষ্ঠাতা গণসংযোগ সম্পাদক ও উপদেষ্টা কবি শিবলী মোকতাদির এবং উপদেষ্টা সাংবাদিক জি এম সজল। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি এমরান কবির, কবি হোসনে আরা মনি, আব্দুর রাজ্জাক বকুল, করিম মোহাম্মদ এবং মতিয়ার রহমান। প্রতিষ্ঠাতা সদস্য অ্যাড. পলাশ খন্দকার এবং কবি শিবলী মোকতাদিরকে বর্তমান কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কবিতাসন্ধ্যা এবং আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘোষণা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App