×

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাককানইবি উপাচার্যের অভিনন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাককানইবি উপাচার্যের অভিনন্দন
ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এওয়ার্ডস-২০১৯ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান । সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এওয়ার্ডস-২০১৯’ পাওয়ায় জাতির জনকের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘‘আমরা জাতি হিসেবে অনেক ভাগ্যবান যে একজন বঙ্গবন্ধু পেয়েছিলাম এবং বর্তমানে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে পেয়েছি। প্রধানমন্ত্রী ভবিষ্যতে আরও আন্তর্জাতিক পুরষ্কার পাবেন বলেও তিনি বিশ্বাস করেন। আমি তার দীর্ঘায়ু ও শুভকামনা করছি। গত সোমবার ড.কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এডভাইজরি কাউন্সিলের প্রধান উপদেষ্টা (ভারতের রাষ্ট্রদূত) টি পি শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পদক হস্তান্তর করেন। উল্লেখ্য, ভারত-বাংলাদেশের মধ্যে ঘনিষ্ট ও পারস্পরিক সন্তোষজনক সম্পর্ক, নিজ দেশের জনগণের কল্যাণ, বিশেষ করে নারী ও শিশু এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায় তাঁর অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রখ্যাত বিজ্ঞানী ও ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আবুল কালামের স্মৃতির স্মরণে প্রবর্তিত এ পদক দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App