×

শিক্ষা

ঢাবিতে অবৈধ ভর্তি বাতিল দাবিতে সাদাদলের মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫১ পিএম

ঢাবিতে অবৈধ ভর্তি বাতিল দাবিতে সাদাদলের মানববন্ধন
ঢাবিতে অবৈধ ভর্তি বাতিল দাবিতে সাদাদলের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্যকালীন কোর্সে চিরকুটের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি-জামায়াতন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল। বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ড. আখতার হোসেন খান বলেন, যে ধরণের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে একজন শিক্ষক হিসেবে মুখ তুলে দাঁড়ানোর উপায় নেই। বর্তমানে শিক্ষকরাই অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি, দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগসহ নানা ধরণের অনৈতিক কাজে লিপ্ত। শিক্ষকরাই যদি এমন হয় তাহলে অন্যান্য পেশার লোকজনের কি হবে। সর্বশেষ এই অবৈধভাবে ভর্তির বিষয় অত্যান্ত লজ্জাজনক, আমরা এতে ক্ষুব্ধ। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। না হলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমরা চাই প্রতিটি অন্যায়ের সুষ্ঠু তদন্ত হোক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক এবিএম ওবাইদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত মার্চ মাসে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকে সামনে রেখে সরকার ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমর্থক একটি ছাত্র সংগঠনের সাবেক ও বর্তমান ৩৪ জন নেতাকে বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধীনে পরিচালিত “মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রােগ্রামে” বিনা ভর্তি পরীক্ষায় অবৈধ প্রক্রিয়ায় ভর্তি করা হয়। নজিরবিহীন এ ঘটনায় আমরা দারুণভাবে মর্মাহত এবং ক্ষুব্ধ। আমরা এ ধরণের । ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এতে আরও বলা হয়, কোনাে ব্যক্তি বা ব্যক্তিবর্গের ইচ্ছা- অনিচ্ছায় আমাদের এ বিশ্ববিদ্যালয়ে গৌরব ও মর্যাদাকে কোনােভাবেই ভুলুণ্ঠিত হতে দেয়া যাবে না। তাই আমরা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করা এবং এর ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার স্বার্থে অবিলম্বে অবৈধ প্রক্রিয়ায় ভর্তি হওয়া ৩৪ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং এর সাথে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে একই দাবিতে তারা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App