×

জাতীয়

ডাকসু ঘিরে বাড়ছে উত্তাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:০০ এএম

ডাকসু ঘিরে বাড়ছে উত্তাপ
দীর্ঘ ২৮ বছর পর নির্বাচিত প্রতিনিধি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি নতুন নেতৃত্ব। বরং ডাকসু নির্বাচনকে ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, জিএসসহ নির্বাচিত কিছু প্রতিনিধির অনৈতিক কর্মকাণ্ডে তা আরো দানা বেঁধেছে। চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ থেকে পদচ্যুত ডাকসু জিএস গোলাম রাব্বানী এবং চিরকুটে ভর্তি হওয়া আরো ৮ নেতার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাবি ক্যাম্পাস। সেই সঙ্গে বাণিজ্য অনুষদের ডিন ও ডাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলামের পদত্যাগের দাবিও জোরালো হচ্ছে। ইতোমধ্যে অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলামসহ ডাকসুর নির্বাচিত ৮ প্রতিনিধিকে অপসারণের জন্য ভিসি, প্রো-ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। এদিকে ‘দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ^বিদ্যালয়’ ব্যানারে কোটা সংস্কার আন্দোলন ও বামজোট এবং ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দে’র ব্যানারে ছাত্রলীগ গতকাল বুধবার ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল-শোডাউন করছে। ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র জোটের নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচিতে হামলা-মারপিটের ঘটনাও ঘটেছে। এতে ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ মাহমুদ চোখের নিচে আঘাত পেয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নতুন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন। হামলা ও মারপিটের সময় সীমা ইসলাম ও মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াসহ প্রক্টরিয়াল টিমের অন্তত ছয়জন সদস্য উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা জানান, আসিফের চোখের নিচে ১৫টি সেলাই পড়েছে। এ ছাড়া লাঞ্ছিতদের মধ্যে রয়েছেন রোকেয়া হলের ছাত্রী শ্রবণা শফিক দীপ্তি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা। আন্দোলনকারীদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগই এই হামলা করেছে। তবে এ ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে ‘দুইদল শিক্ষার্থীর মধ্যে অনাকাক্সিক্ষত ঘটনা’ বলে দাবি করেছেন ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও ডাকসু এজিএস সাদ্দাম হোসেন। প্রক্টরিয়াল টিমের সামনে কীভাবে এরকম ঘটনা ঘটল প্রশ্ন করলে প্রক্টর গোলাম রাব্বানী বলেন, হয়তো আরো বড় ঘটনা ঘটতে পারত। কিন্তু আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে আনেন। সহকারী প্রক্টরদের সঙ্গে কথা বলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। জিএস নিয়ে নতুন ক্যাচাল : চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ থেকে বাদ পড়া গোলাম রাব্বানীর ডাকসু জিএস পদে থাকা নিয়ে তৈরি হয়েছে নতুন বির্তক। সংশ্লিষ্টদের মতে, দুর্নীতির অভিযোগে ছাত্র সংগঠনের নেতৃত্ব থেকে বাদ পড়া গোলাম রাব্বানী ডাকসু নেতৃত্বের অধিকারও হারিয়েছেন। এ ব্যাপারে ডাকসু ভিপি নুরুল হক নুর ভোরের কাগজকে বলেন, আর্থিক কেলেঙ্কারির কারণে গোলাম রাব্বানী ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন। এতেই স্পষ্ট তার নৈতিক স্খলন ঘটেছে। ডাকসু সভাপতি চাইলেই নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কার করতে পারেন। ঢাবি ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ জয় রায় ভোরের কাগজকে বলেন, যিনি চাঁদা বাণিজ্যের অভিযোগে সংগঠনের পদ হারান, তিনি কি করে ডাকসুর প্রতিনিধিত্ব করবেন? আমরা তার পদত্যাগ চাই। এ ব্যাপারে গোলাম রাব্বানী ভোরের কাগজকে বলেন, শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছি। শিক্ষার্থীদের জন্য কাজ করছি। পদত্যাগের প্রশ্নই আসে না। এ বিষয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করেননি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক ড. আখতারুজ্জামান। জানতে চাইলে তিনি ভোরের কাগজকে বলেন, ডাকসুর সুনির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App