×

রাজনীতি

ছাত্রদলের ভোট পড়েছে ৪৮১টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৯ এএম

জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সভাপতি ও সম্পাদক পদে ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টায় রাজধানীর শাহাজানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত। এরপরই শুরু হয় গণনা। ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোস্তিাফিজুর রহমান বলেন, ৬টি বুথে ভোট গ্রহণ হয়। ৫৩৩ জন কাউন্সিলর থাকলেও ভোট পড়েছে ৪৮১টি। রাত পৌনে একটার দিকে ভোট গণনা শুরু হয় জানিয়ে তিনি বলেন, আমরা সবাই অপেক্ষা করছি। ‘দেশনায়ক’ তারেক রহমান আমাদের নির্দেশনা দেবেন। এর আগে বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে কাউন্সিলরদের ডাকা হয়। তবে সন্ধ্যার পর তাদের নিয়ে যাওয়া হয় শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে। সেখানেই কাউন্সিলররা ভোট দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App