×

খেলা

চোটের কবলে বিপ্লব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৭ পিএম

চোটের কবলে বিপ্লব
চোটের কবলে বিপ্লব
চলামান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেকেই চোটের কবলে পড়েছেন তরুন তুর্কি অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব। বাঁহাতে চোট পাওয়ায় তিনটি সেলাই দিতে হয়েছে বিপ্লবের। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচর দিন বোলিংয়ের শুরু থেকেই সমস্যা হচ্ছিল তার। এরপরেও নিজেকে নিয়ন্ত্রণ করে বোলিং করে গেছেন তিনি। এই প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘আমি যখন বোলিংয়ে যাই তখন একটু সমস্যা হচ্ছিল। তবে সাকিব ভাই আমাকে বললো যে তুই নরমাল যেমন বোলিং করিস সেটাই শুধু এখানে করার চেষ্টা কর। এরপর রিয়াদ ভাই, মুশি ভাই সবাই ভালো সাপোর্ট করছিল যে ভালো জায়গাতে বোলিং করলেই হবে। আমি শুধু ওটা করার চেষ্টা করেছি। এদিকে এই চোটের ফলে আফগানিস্তানের বিপক্ষে শনিবারের ম্যাচে বিপ্লবের খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। যদিও চোটের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এ প্রসঙ্গে বিসিবি মিডিয়া প্রধান রাবেদ ইমাম জানান,বিপ্লবকে ফিজিও দেখেছে, তার হাতে সেলাই পড়েছে। তাকে আজ এবং কাল পর্যবেক্ষণ করা হবে। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেকেই ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট শিকার বিপ্লব। সাফল্যের রহস্য সম্পর্কে বিল্পব জানান, ধাপে ধাপে উন্নতি করাই তার মূলমন্ত্র। তিনি আরো বলেন, আমি অনুভব করি নিজের প্রতি নিয়ন্ত্রণটা অনেক বড় জিনিস। নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক গুরুত্বপূর্ণ। আমার চেষ্টা থাকবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করে দিনের পর দিন নিজের উন্নতি করার চেষ্টা করবো। দুদিন পর্যবেক্ষন পর বোঝা যাবে আফগানদের বিপক্ষে বিপ্লব খেলতে পারবেন কী-না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App