×

আন্তর্জাতিক

আবহাওয়ার পূর্বাভাস পেয়েই স্কুল-কলেজে ছুটি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৯ পিএম

আবহাওয়ার পূর্বাভাস পেয়েই স্কুল-কলেজে ছুটি!
জলবায়ু কিংবা আবহাওয়া নিয়ে শুধু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পই নন, অনেকের মধ্যেই আছে চরম হেলাফেলা। কেউ আবহাওয়ার পূর্বাভাসকে থোরাই কেয়ারও করেন। আমাদের দেশেও আবহাওয়ার পূর্বাভাস যেন মুখস্ত করা কোনো কবিতা। আমলেই নিতে চান না কেউ। তবে মুম্বাই প্রশাসন এ ব্যাপারে ভীষণ সিরিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাস পেয়েই নড়েচড়ে বসেছে মুম্বাই প্রশাসন। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী আশিস শেলার তো আরেকধাপ এগিয়ে। পূর্বাভাস পেয়েই নির্দেশ বা নোটিশের ধার ধারেননি। টুইটারেই লিখে দিয়েছেন, মুম্বই, ঠাণে, কোঙ্কন এলাকার স্কুলগুলিতে আমরা ছুটি ঘোষণা করেছি। মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলে জেলা প্রশাসকরা অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। শিক্ষামন্ত্রীর এমন টুইটে অবস্থা বুঝেই ব্যবস্থা নিতে যাচ্ছে মহারাষ্ট্র প্রশাসকরা। তাদের মনে পড়ছে গেল মাসের অভিজ্ঞতা। গত ৪ সেপ্টেম্বর মাত্র এক রাতের বৃষ্টির জেরে বানভাসি অবস্থা হয়েছিল বাণিজ্যনগরী মুম্বাইয়ের। শহরের যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। তখন শহরের সমস্ত স্কুল ২৪ ঘণ্টার জন্যে বন্ধ রাখা হয়েছিল। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ায় পানিতে সয়লাব হয়ে গিয়েছিল সান্তাক্রুজ, ঠাণে, দাহানুজের বহু এলাকা। ইতোমধ্যে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকেই মুম্বাইয়ে শুরু হয়েছে ভারী বর্ষণ। আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর কেএস কোশলকর জানান, রাতে মাত্র তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টপাত হয়েছে ভারসোভাতে। বৃষ্টি শুরু হয়েছে ঠাণে, পালঘর প্রভৃতি অঞ্চলেও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App