×

খেলা

হোঁচট খেল লিভারপুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪ পিএম

হোঁচট খেল লিভারপুল

নতুন মৌসুমে বার্সার হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন লিওনেল মেসি

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে ২-০ গোলে হেরে যায় তারা। নাপোলির হয়ে গোল করেন দ্রিয়েস মার্টেনস ও ফার্নানদো লোরেন্তে। ম্যাচটিতে লিভাপুলের ভাগ্য খারাপই বলতে হয়। কারণ দুটো গোলই এসেছে ম্যাচের ৮০ মিনিটের পর। তাছাড়া আরেক ইংলিশ ক্লাব চেলসি ১-০ গোলে হেরেছে স্প্যানিশ ক্লাব ভেলেন্সিয়ার বিপক্ষে। ম্যাচের ৭৪ মিনিটের ভেলেন্সিয়ার বিপক্ষে একমাত্র গোলটি করেন রদ্রিগো। অন্যদিকে মেসি, ফাতি, সুয়ারেজের মতো তারকায় ভরপুর দল নিয়েও জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ০-০ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি বরুশিয়ার অধিনায়ক মার্কো রিউস। অবশ্য এর জন্য কৃতিত্ব বার্সার গোলরক্ষক স্টেগেনের। তিনি ওই পেনাল্টি সহ আরো বেশ কয়েকটি দারুণ শট ঠেকিয়ে দেন। বার্সাকে হার থেকে বাঁচানোর মূল কারিগর তিনিই। গতকালের ম্যাচের মধ্য দিয়ে নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামেন লিওনেল মেসি। বিষ্ময় বালক আনসু ফাতির বদলে তাকে মাঠে নামানো হয়। এর আগে আনসু ফাতি আজ (বুধবার) চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার মাধ্যমে আরেকটি নতুন রেকর্ড গড়েন। ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App