×

জাতীয়

রাখাইনের নির্যাতন অনুধাবন করে চাপ প্রয়োগ করুন: স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৯ পিএম

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের জন্য রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা। এ সময় তিনি আন্তর্জাতিক সংস্থা সমুহকে মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শন করে তাদের ওপর নির্যাতনের বাস্তব অবস্থা অনুধাবন করে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন টেকসই করতে মিয়ানমারকে উপযুক্ত পরিবেশ তৈরী করতে হবে, আপনারা চাপ প্রয়োগ করুন।

আজ বুধবার স্পিকারের সাথে ব্রিটেনের কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর চেয়ারম্যান মিস. এ্যানি মেইন এমপি এর নেতৃত্বে ২২ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি এ আহ্বান জানান।

মিজ. এ্যানি মেইন এমপি বলেন, রোহিঙ্গা সমস্যার শুরু থেকে ব্রিটেন বাংলাদেশের পাশে রয়েছে। এ সময় তিনি রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ব্রিটেনের অব্যাহত সহায়তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App