×

পুরনো খবর

‘বিএনপি নেতাদের’ এরশাদের আদর্শ অনুসরণের পরামর্শ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৬ পিএম

‘বিএনপি নেতাদের’ এরশাদের আদর্শ অনুসরণের পরামর্শ
‘বিএনপি নেতাদের’ এরশাদের আদর্শ অনুসরণের পরামর্শ
সংসদে বিরোধীদল জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিলেন রাজধানীর গুলশান, বনানী ও মহাখালী এলাকার শতাধিক সাবেক বিএনপি নেতা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে তারা দল বদল করেন। বিএনপির সাবেক এসব নেতাকে নানা পরামর্শ দেন জিএম কাদের। প্রতিষ্ঠাতার আদর্শ অনুসরণের পরামর্শ দিয়ে জাপা প্রধান বলেন, আপনারা আমাদের সঙ্গে থেকে হুসেইন মুহম্মদ এরশাদের যোগ্য অনুসারী হিসেবে নিজেদের প্রমাণ করবেন। তাদের আশ্বস্ত করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক শূন্যতায় গণমানুষের আস্থার স্থান জাতীয় পার্টি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে। গণমানুষের সমর্থন নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। দলবদল করা নেতাদের মধ্যে ছিলেন বনানী থানা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন সরদার, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান রাজু, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, গুলশান থানা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বনানী থানা বিএনপির সাবেক সহসম্পাদক মতিউর রহমান উজ্জল, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সদস্য নিয়ামুল ইসলাম মাসুদসহ শতাধিক নেতাকর্মী। পার্টির নেতাদের মধ্যে ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App