×

জাতীয়

এখনো সব কাজ শুরু করতে পারিনি : মুরাদ হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৩ পিএম

এখনো সব কাজ শুরু করতে পারিনি : মুরাদ হাসান
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন সাংবাদিকরা যাতে তাদের পেশাগত কাজ সহজে করতে পারে সে ব্যাপারে আমার অনেক কাজ বা দায়িত্ব রয়েছে তবে এখনো সব কাজ আমি শুরু করতে পারিনি। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত স্বাস্থ্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায়তিনি এ সব কথা বলেন। এসময় তিনি বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা প্রদানে প্রধানমন্ত্রীর কমিউনিটি ক্লিনিকের পরিকল্পনা বিশ্বে বিস্ময় তিনি এটা করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিয়ে তৃণমুলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চত করেছেন। তিনি বলেন, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে হাতুড়ে ডাক্তার বা কবিরাজ। এদের কাছে রোগী চিকিৎসার জন্য গেলে তখন রোগীকে বাঁচান কষ্টকর হয়ে যায়। এইসব হাতুড়েদের থেকে রোগীদের মুক্ত করতে সরকার ইউনিয়ন পর্যায়ে পাড়ায় পাড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিয়েছে। মুরাদ হাসান বলেন, সাংবাদিকতায় সুনাম অর্জন করাটাই সবচেয়ে বড় অর্জন। আর সাংবাদিকদের তা ধরে রাখতে হবে। এসময় পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, বিএমএসএফের নেতৃবৃন্দ এবং ৪২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App