×

জাতীয়

শোভন রব্বানীর অপসারণ দুর্নীতিবাজদের দ্বন্দ্বের ফসল : খসরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৮ পিএম

শোভন রব্বানীর অপসারণ দুর্নীতিবাজদের দ্বন্দ্বের ফসল : খসরু
ছাত্রলীগ থেকে শোভন-রব্বানীর অপসারণকে দুর্নীতিবাজদের দ্বন্দ্বের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। খসরু বলেন, রাষ্ট্রের সব জায়গায় আজ দুর্নীতিবাজরা বসে আছে। দুর্নীতিবাজরা আজ জোট বেঁধেছে। এই দুর্নীতিবাজদের কারণে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। মাঝে মধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিছু মামলা হয়, এই যে ছাত্রলীগের দুইজনকে অপসারন করা হয়েছে। এটা দুর্নীতিবাজদের মধ্যে যে দ্বিধা-দ্বন্দ রয়েছে এটা তার ফসল। আসলে দুর্নীতির কোনো বিচার এখানে হবে না। খসরু বলেন,'অনেকেই প্রশ্ন করেন এত নির্যাতনের পর বিএনপি কীভাবে ঘুরে দাঁড়াবে। তবে আমার প্রশ্ন যারা রাতের আঁধারে মানুষের ভোট চুরি জোর করে দক্ষতা দখল করে জনবিচ্ছিন্ন হয়ে সরকারে আছে, সেই আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে। এই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ কি? তারা তো জনগণের মুখোমুখি হতে পারছেনা। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই দল পুরোপুরি রাষ্ট্রীয় সংস্থা নির্ভর দল হয়ে গেছে। তারা আর মানুষের কাছে ফিরে যেতে পারবে না। তিনি বলেন, আজকে বাংলাদেশ কোন প্রতিষ্ঠান রাখে নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা একটা করে ধ্বংস করেছে এই সরকার। আয়োজক সংগঠনের আহ্বায়ক আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানবন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,বিএনপির কেন্দ্রীয় নেতা, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আবদুস সালাম আজাদ,তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার,যুগ্ম-আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App