×

আন্তর্জাতিক

মোদিকে হুমকি দিয়ে শাস্তির মুখে পাক গায়িকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৬ পিএম

মোদিকে হুমকি দিয়ে শাস্তির মুখে পাক গায়িকা
কুমির ও সাপ দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়ে নিজেই বিপাকে পড়েছেন পাকিস্তানের গায়িকা রাবি পীরজাদা। কাশ্মীর থেকে ভারত সরকার ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর তেলেবেগুনে চটেছে ইসলামাবাদ। পাক নাগরিকও ভারতকে তোপ দেগেছেন। এরই ধারাবাহিকতায় পাক পপ গায়িকা রাবি গত ২ সেপ্টেম্বর সাপ দেখিয়ে মোদীকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ভারতের সীমান্তে গিয়ে সাপ এবং কুমিরগুলিকে তিনি ছেড়ে দিয়ে আসবেন। পরে ভিডিওটি ভাইরাল হলে বেআইনি ভাবে একটি কুমির ও বেশ কয়েকটি সাপ নিজের কাছে রাখার অপরাধে গায়িকার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পঞ্জাব প্রদেশের বন্য সংরক্ষণ দফতর। পাকিস্তানের বন্য সংরক্ষণ আইনে, বাড়িতে সাপ ও কুমির পোষা নিষিদ্ধ। সাপ ও কুমির পোষার লাইলেন্সও দেওয়া হয় না। বন্য সংরক্ষণ আইন ভেঙেছেন পাকিস্তানি গায়িকা। বন্যপ্রাণী সুরক্ষা আইনে পীরজাদা দোষী সাব্যস্ত হলে জরিমানা ছাড়াও তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। https://twitter.com/Rabipirzada/status/1168566741162778625

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App