×

জাতীয়

ছাত্রলীগের নেতারা নিয়ম মেনেই ভর্তি হয়েছিলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৬ পিএম

ছাত্রলীগের নেতারা নিয়ম মেনেই ভর্তি হয়েছিলেন
কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের যে সকল নেতারা নির্বাচন করেছেন, তারা নিয়ম মেনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বলে দাবি করেছেন ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন। মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ (ডাকসু) সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা সকলেই নিয়ম অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। যেভাবে একটি সুনির্দিষ্ট ছাত্র সংগঠনকে দায়ী করে বলা হচ্ছে, ছাত্রলীগের নেতা বলেই তাদেরকে ভর্তির সুযোগ দেয়া হয়েছে। সাদ্দাম বলেন, আমরা সুস্পষ্ট করে ডাকসুর পক্ষ থেকে বলতে চাই, ছাত্রলীগের কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়নি। ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। এ প্রক্রিয়ায় শুধু ছাত্রলীগের নেতা-কর্মী ভর্তি হয়নি, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও স্বতন্ত্র জোটের অনেক নেতাকর্মীরা ভর্তি হয়েছে। দুঃখজনক যে শুধুমাত্র একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন কে দায়ী করা হচ্ছে। তিনি আরো বলেন, যারা ডাকসু নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েছিল, তারা এ বিষয়কে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তাদেরকে আমরা বলবো, তিন দশক পরে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। আপনাদের হঠকারী সিদ্ধান্তের কারণে যেন পরিবেশ বিঘ্নিত না হয়। সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন অভিযোগ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুরকে ডাকসুর কোন প্রোগ্রামে পাওয়া যায় না। স্বাধীনতা দিবসের প্রোগ্রাম, ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানানো কিংবা শিক্ষা দিবসের কর্মসূচীসহ গুরুত্বপূর্ণ প্রোগ্রামে তিনি অনুপস্থিত থাকেন। ব্যক্তিগত কারণ দেখালেও তিনি আসলে রাজৈনতিক মতাদর্শের কারণে প্রোগ্রামে অনুপস্থিত থাকেন। আজকেও নুরকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তিনি আসেন নি। অন্যদিকে ডাকসু ভিপি নুরুল হক নুর সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমাকে কোন প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয় না। আমন্ত্রণ না পেলে আমি কিভাবে যাব? এমনকি আজকের প্রোগ্রামেও আমি কোনো আমন্ত্রণ পাই নি। আমি ডাকসুতেই ছিলাম, না যাওয়ার কোনো কারণ ছিল না। ডাকসুর ২৫ সদস্যের ২৩ জনই ছাত্রলীগের। ডাকসু ভিপিকে না জানিয়ে তারা নিজেদের সিদ্ধান্তেই সব করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App