×

জাতীয়

রোহিঙ্গাদের ভোটার হবার সুযোগ নেই: এনআইডি ডিজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৯ পিএম

রোহিঙ্গাদের ভোটার হবার সুযোগ নেই: এনআইডি ডিজি

রোহিঙ্গাদের কোন ভাবেই ভোটার হবার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি উইং এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। ডিজি বলেন, মিয়ানমার থেকে যে ১১ লাখ ২০ হাজর রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসেছে তাদের আঙ্গুলের ছাপ, ডাটা বেইজ সব সংরক্ষণ করা হয়েছে, সে কারণে ভোটার তালিকা ফাইনাল করার আগে তাদের সঙ্গে আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখে তবেই তা চুড়ান্ত করা হবে।

রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এনআইডি উইং এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম এ কথা বলেন

তবে ৪৬ জন রোহিঙ্গা এনআইডি পেয়েছে এমন খবরের বিষয়ে তিনি বলেন, এটি ঠিক নয়, তাদের দু একজন এনআইডি সংগ্রহের জন্য গেলে তাদের চিহ্নিত করে পুলিশে দেয়া হয়েছে। সেই সাথে ইসির একজন পিওনকে সাসপেন্ড করা হয়েছে। ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান জানান, রোহিঙ্গাদের ভোটার করার বিষয়ে বেশ কিছু সতর্কতা নেয়া হয়েছে। আর আগামী ৩১ জানুয়ারী সব যাচাই-বাছাই করে ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App