×

জাতীয়

রাজধানীতে মানবপাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৭ পিএম

রাজধানীতে মানবপাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার ৩ মানবপাচারকারী

রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তাররা হলো মো. আবুল বাসার (৪৫), মো. কামরুজ্জামান (৪৪) ও ওসমান গনি (৪৭)। এ সময় তাদের হেফাজত থেকে ৬৫টি পাসপোর্ট, ২০টি জন্ম নিবন্ধনের সার্টিফিকেট ও আনুসংগিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) র‌্যাব-৩ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ জানতে পারে, পল্টন থানাধীন ফকিরাপুল এলাকায় কিছু অসাধু ব্যক্তি বিদেশে লোক পাঠানোর জন্য গ্রামের সহজ সরল মানুষের পাসপোর্ট তৈরির নাম করে আর্থিক সুবিধা আদায় এবং তাদের পাসপোর্ট জোরপূর্বক নিজেদের দখলে রেখে প্রতারনা করে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ সেপ্টেম্বর) র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল ফকিরাপুল এলাকার পি/৫২ নম্বর এসআর গার্ডেন, নয়া পল্টন হোল্ডিংয়ে ওসমান ট্যুরস্ এন্ড ট্রাভেল অফিস এবং ৫৩/৩ নম্বর ডিআইটি এক্স রোডের মেসার্স কাজী ট্রেডার্সের অফিসে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের ওই ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App