×

জাতীয়

গোলাম রাব্বানীকে ডাকসুর জিএস পদ থেকে বহিষ্কারের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩২ পিএম

গোলাম রাব্বানীকে ডাকসুর জিএস পদ থেকে বহিষ্কারের দাবি
নৈতিক স্খলনের দায়ে ছাত্রলীগের সদ্য পদত্যাগকৃত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ডাকসুর জিএস পদ থেকেও বহিষ্কারের দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। একই সাথে ডাকসু নির্বাচনকে অবৈধ ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন তারা। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে এ দাবি জানান ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল। বর্তমান ডাকসু নির্বাচনকে ‘জালিয়াতির নির্বাচন’ আখ্যা দিয়ে তিনি বলেন, দুনীর্তির অভিযোগ মাথায় নিয়ে নিজ সংগঠন থেকে অব্যাহতি পাওয়া কোন ব্যক্তি ডাকসুর কোন পদে আর থাকতে পারেন না। তাই বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে ডাকসুর অতীত ঐতিহ্য সমুন্নত রাখার জন্য অবিলম্বে এই ডাকসু অবৈধ ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রগতিশীল ছাত্রজোটের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবিরসহ অন্যান্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App