×

খেলা

সাইফউদ্দিনের ৪ উইকেটে চাপে আফগানিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৩ পিএম

সাইফউদ্দিনের ৪ উইকেটে চাপে আফগানিস্তান

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক পর্বের দ্বিতীয় ম্যাচে এখন আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চলমান ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান দলপতি রশিদ খান। তবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি কাবুলিওয়াদের। মোহম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসানের বোলিং ঝলকে শুরুতেই ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছেন তারা।

প্রথম ওভার করার জন্য পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে বল তুলে দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আর প্রথম ওভারের প্রথম বলেই টাইগারদের ব্রেক থ্রু এনে দিয়েছেন সাইফ। দুর্দান্ত এক ডেলিভারিতে আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে বোল্ড করেছেন তিনি। পরের ওভারে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকে সাজঘরে ফেরান সাকিব। এরপর নিজের দ্বিতীয় ওভারে নাজিব তাকারাইকে সাব্বিরের ক্যাচ বানিয়ে আফগান শিবিরে কাঁপন ধরিয়ে দেন সাইফ। নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে নাজিবউল্লাহ জাদরানকে ফেরান সাকিব। যা সাকিবের ক্যারিয়ারের ৯০তম উইকেট। এরপর নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে আরো ২ উইকেট নেন সাইফ।

রশিদের দলের সংগ্রহ এখন ৬ উইকেটে ১২১ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App