×

বিনোদন

মোনালিসার মন পড়ে থাকে দেশে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:০১ পিএম

মোনালিসার মন পড়ে থাকে দেশে
মোনালিসা শুধু বিজ্ঞাপনে মডেল হিসেবে উপস্থিত হয়েই একসময় এদেশের দর্শকের মন মাতিয়েছিলেন। পরবর্তী সময় অভিনয় করেও তিনি বেশ প্রশংসিত হন। সেই মোনালিসা বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। তবে দেশ, দেশের মাটি, দেশের মানুষকে প্রতি মুহূর্তে মিস করেন নন্দিত এই তারকা। সুদূর যুক্তরাষ্ট্রে থাকলেও মন পড়ে থাকে তার দেশে। তাই তার কর্মে তিনি সবসময়ই চেষ্টা করেন দেশকে কীভাবে বিদেশের মাটিতে উপস্থাপন করা যায়। সেই সুযোগ আবারো এলো তার কাছে। চলতি সপ্তাহে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’র রানওয়েতে হেঁটেছেন মোনালিসা। শোতে বাঙালি নারী-পুরুষের পোশাক শাড়ি, সেলোয়ার কামিজ ও পাঞ্জাবিকে বিশ্বের খ্যাতিমান ডিজাইনার, কোরিওগ্রাফার ও মডেলদের সামনে উপস্থাপন করা হয়। ফ্যাশন শোতে অংশ নিয়ে মোনালিসা বলেন, সবসময়ই আমার ভাবনায় থাকে বাংলাদেশের নিজস্বতাকে কীভাবে দেশের বাইরে তুলে ধরা যায়। আমার নিজের আচার আচরণে, কথা বার্তা এবং পোশাকে আষাকে সবসময়ই বাঙ্গালীয়ানা ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমি বাংলাদেশি, এটাই আমার অনেক গর্বের, অনেক সুখের বিষয়। তাই ফ্যাশন শোতে বাংলাদেশকে উপস্থাপন করতে পারাটা আমার কাছে অনেক সৌভাগ্যের বলেই মনে হয়েছে। আমার মায়ের ডিজাইন করা শাড়ি পড়ে আমি ফ্যাশন শোতে অংশ নিয়েছি। বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের পোশাককে বিশ্বের দরবারে তুলে ধরতে পারার মধ্যে নিজের ভেতর যে কতটা ভালোলাগা কাজ করে এটা আসলে ভাষায় প্রকাশের নয়। এদিকে গত মে মাসে মোনালিসা কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভাল অব সাউথ এশিয়া’তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। বাংলাদেশের একজন সংস্কৃতি কর্মী হিসেবেই তিনি সেখানে নিমন্ত্রণ পেয়েছিলেন। মোনালিসা সর্বশেষ যখন গত বছর দেশে এসেছিলেন তখন তিনি রাজের ‘অনুভবে’, নিপুণের ‘হয়তো তোমার কাছেই যাবো’ দুটি নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App