×

আন্তর্জাতিক

মমতার উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১২ পিএম

মমতার উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং ! শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করেন এই বিজিপির এই বিধায়ক। বিজেপির এই নেতা বলেন, এনআরসি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা হবে এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের ধরে রাখতে চান তবে তাঁর চেষ্টা করা উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া। সুরেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ দিন ঘনিয়ে আসছে। তিনি যদি বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করতে চান তবে তার বাংলাদেশেই চলে যাওয়া উচি্ত। মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান। আর সেটা হলে ভালোই হবে বলে যোগ করেন তিনি। বিজেপির এই বিধায়ক আরও যোগ করেন, এনআরসি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা হবে এবং যারা ভারতের নাগরিক হিসাবে যোগ্যতা অর্জন করবেন না তাদের সম্মানজনকভাবে নিজেদের দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App