×

জাতীয়

বাংলাদেশে মানব পাচারের বিরুদ্ধে, তবে নিরাপদ অভিবাসনের পক্ষে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২২ পিএম

বাংলাদেশে মানব পাচারের বিরুদ্ধে, তবে নিরাপদ অভিবাসনের পক্ষে
পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, আমরা মানব পাচারের বিরুদ্ধে। তবে নিরাপদ অভিবাসনের পক্ষে আছি। অভিভাষণ ও মানব পাচার দুটোই পুরোপুরি আলাদা বিষয়। আলো এবং অন্ধকারের মতো অবস্থা। রোববার (১৫সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে আজ সারা বিশ্বে অভিবাসন হচ্ছে। বাংলাদেশে সবসময় নিরাপদ অভিবাসনের পক্ষে। অপরদিকে মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশ সবসময়ই শক্ত অবস্থানে রয়েছে। পররাষ্ট্র সচিব বলেন, মানব পাচারের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে বাংলাদেশ জাতিসংঘের পালারমো প্রটোকলে স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই প্রটোকলে স্বাক্ষর এর মধ্য দিয়ে মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ আরো বেশি ভূমিকা রাখতে পারবে বলে আমি আশা করছি। সারা বিশ্ব মানব পাচার এখন একটি ব্যবসায় পরিণত হয়েছে। অনেকের ৩ থেকে ৪ পুরুষ পর্যন্ত মানব পাচারের ব্যবসা চালিয়ে যাচ্ছে। একসময় মানবপাচার অনেকেরই অজানা ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ ও সারা বিশ্বের কাছে মানব পাচারের বিষয়টি পুরোপুরি দৃষ্টিগোচর হয়েছে। জলবায়ু সহ বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে অভিবাসনের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ সবসময়ই নিরাপদ অভিবাসনের পক্ষে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেন, বাংলাদেশ জাতিসংঘের পালোমা প্রটোকলে স্বাক্ষর করে আমরা আনন্দিত। আমার বাংলাদেশকে স্বাগত জানাই। এই প্রক্রিয়া বাস্তবায়নে জাতিসংঘ বাংলাদেশকে সবধরনের সহযোগিতা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। অনুষ্ঠানে আইওএমের আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞ জনাথান মাত্রেস আইএমও বাংলাদেশ কৃষি প্রধান দেশ কি গৌরি ও মার্কিন দূতাবাসের ও অর্থনৈতিক কাউন্সিলর ক্রিস্টেন বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App