×

জাতীয়

ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের জামিন নামঞ্জুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০১ পিএম

ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের জামিন নামঞ্জুর

ফাইল ছবি

ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এই আদেশ দেন।

আসামি পক্ষে আইনজীবী কামরুল ইসলাম জামিন আবেদন করে শুনানি করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন।

এদিকে রবিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যও দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেয়ায় আগামী ২০ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন আদালত।

এর আগে, গত ২৯ জুলাই পার্থক গোপাল বণিকের জামিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান একই আদালত।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই বিকালে রাজধানীর ধানমন্ডির নর্থ রোডের (ভূতের গলি) থেকে ঘুষের ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয় পার্থকে। ওই দিনেই সকালে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দুপুরে তাকে নিয়ে তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় দুদক পার্থ বণিকের ব্যবহার করা একটি প্রাইভেটকারও জব্দ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App