×

খেলা

টাইগারদের আজ বদলা নেয়ার লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:২১ এএম

টাইগারদের আজ বদলা নেয়ার লড়াই
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান। আজ টাইগারদের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে মুখোমুখি হবে এশিয়ার ব্লু টাইগাররা। আফগানদের বিপক্ষে টেস্টে হেরে চাপে পড়া সাকিব-মুশফিকরা গত পরশু জিম্বাবুয়ের বিপক্ষে জেতার মাধ্যমে অনেকটাই চাপ কাটিয়ে উঠেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে হারের শঙ্কায় পড়েও তরুণ ক্রিকেটার আফিফ হোসেনের অনবদ্য হাফসেঞ্চুরিতে জয় তুলে নেয় বাংলাদেশ। মাসাকাদজাদের বিপক্ষে জয়টা খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য। ওই ম্যাচ জেতার পর টাইগারদের ড্রেসিংরুমের চিত্রই যেন পাল্টে গেছে। এমন জয়ের পর আজ আফগানদের মতো বাংলাদেশও ফুরফুরে মেজাজেই মাঠে নামবে। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে পরিসংখ্যান ও র‌্যাঙ্কিংসহ সবদিক দিয়েই এগিয়ে রয়েছে কাবুলিওয়ালারা। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে আফগানরা রয়েছে সপ্তম স্থানে। যেখানে বাংলাদেশের অবস্থান দশে। এশিয়ার এ দুদেশ এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে তিনটি ম্যাচই জিতেছে রশিদ খানের দল। গত বছর ভারতের দেরাদুনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল তারা। অন্যদিকে আফগানদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টিতে একমাত্র জয়টি আসে ২০১৪ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। তাই আজকের ম্যাচটিতে টাইগারদের জন্য শেষ দেখায় হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ নেয়ার ম্যাচ। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া ম্যাচ বাদে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। সেই ২৪ ম্যাচের ২১টিতেই জিতেছে তারা। এই পরিসংখ্যানই প্রমাণ করে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে কতটা ভয়ঙ্কর মরুর দেশটি। অন্যদিকে টাইগারদের টি-টোয়েন্টিতে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানও আশা জোগাচ্ছে সমর্থকদের। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে সাকিব-মুশফিকরা। যেখানে দুটি জয়ই রয়েছে বর্তমান বিশ^চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে ক্রিকেট হলো মাঠের খেলা। মাঠের পারফরমেন্স দিয়েই জয় তুলে নিতে হবে উভয় দলকে। ব্যাটিংয়ের চেয়ে আফগানিস্তানের বড় অস্ত্র তাদের স্পিন ঘূর্ণি। চট্টগ্রামে অনুষ্ঠিত একমাত্র টেস্ট ম্যাচেও টাইগারদের পুরোপুরি স্পিন দিয়েই কাবু করে দেয় আফগান বোলাররা। আর স্পিন ঘূর্ণির সঙ্গে সঙ্গে টাইগারদের ব্যাটিং ব্যর্থতাও ছিল চরমে। ধৈর্যের পরীক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তারা। তা ছাড়া ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেও টপ অর্ডারের ব্যাটিংয়ে চরম ব্যর্থতা দেখা গেছে। বেশ কয়েকটি বাজে শট খেলে টাইগারদের পড়তে হয়েছিল হারের শঙ্কায়। আজকে ম্যাচ জিততে চাইলে জিম্বাবুয়ের বিপক্ষে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে খেলতে হবে টাইগারদের। এদিকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আফগান অধিনায়ক রশিদ খান হুঙ্কার দিয়ে রেখেছিলেন বাংলাদেশ জিম্বাবুয়েকে পেছনে ফেলে ট্রফি নিজেদের দেশে নিয়ে যাবেন তারা। তবে আজকের ম্যাচে আফগানদের হারিয়ে রশিদ খানের সেই হুঙ্কার টাইগাররা মিথ্যা প্রমাণ করবেন এমন প্রত্যাশা টাইগার সমর্থকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App