×

জাতীয়

ছাত্রলীগ আমাকে ব্যবহার করতে চেয়েছে: জাবি উপাচার্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৯ এএম

ছাত্রলীগ আমাকে ব্যবহার করতে চেয়েছে: জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উন্নয়ন প্রকল্পের কমিশন বাণিজ্য এখন জাতীয় পর্যায়ে সাড়া ফেলেছে। উপাচার্যের পরিবার এবং কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগ নিয়ে সৃষ্টি হচ্ছে নানা বির্তক। চলছে দুপক্ষের কাদা ছোড়াছুড়ি। ছাত্রলীগ সম্পাদক গোলাম রাব্বানীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। শনিবার ( ১৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, ‘সেই গল্পটা তাদের (শোভন-রাব্বানী) সাজানো অপপ্রচার। তারা আমার বিরুদ্ধে মিথ্যা গল্প ফেঁদেছে, আমি তাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছি প্রমাণ করতে। শুধু তাদের না, আমি অনুসন্ধান করতে বলছি আপনাদের (সাংবাদিকদের)। আমি তদন্ত করতে বলব চ্যান্সেলর এবং ইউজিসিকে, যে তদন্ত করে দেখুন আসল সত্যটা কী।’ জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে নানামুখী অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি চিঠি দিয়েছেন। যেখানে তিনি দাবি করেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। উপাচার্য ম্যাম ঈদের আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে এক কোটি ৬০ লাখ টাকা দেন। তার একটি টাকাও আমাদের ছিল না।’ রাব্বানী আরো লিখেছেন, ‘উপাচার্য ম্যামের স্বামী ও ছেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ব্যবহার করে কাজের ডিলিংস করে মোটা অঙ্কের কমিশন বাণিজ্য করেছে।’ চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, ‘এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে আমরা ম্যামের সঙ্গে দেখা করি। কিন্তু টাকার বিষয়ে কিছু জানি না।’ এসব বিষয়ে উপাচার্য বলেন, ‘ছাত্রলীগ আমাকে ব্যবহার করতে চেয়েছে। তারা দেখেছে জাহাঙ্গীরনগরে আন্দোলন চলছে, এই সুযোগে তাদের অপকর্ম ঢাকার জন্য এই আন্দোলনের সঙ্গে আমাকে জড়িয়ে টাকা দেয়ার বিষয়টা ট্যাগ করে দিয়েছে।’ তিনি বলেন, ‘কিছু লোক আছে যারা আমাকে দুর্নীতিগ্রস্ত বানানোর জন্য চেষ্টা করছে। আমি এসবকে ভয় পাই না। আমার মনে হয়, এসব নিয়ে ভালো অনুসন্ধান হওয়া দরকার।’ এ ছাড়াও ছাত্রলীগ সম্পাদকের এমন প্রচারকে সাজানো গল্প উল্লেখ করে তিনি বলেন, ‘বহুদিন পর ভালো একটি গল্প পড়লাম। আমার আর কিছু বলার নেই। একেবারেই বানোয়াট গল্প। টাকা-পয়সাসংক্রান্ত কোনো কথা তাদের (জাবি ছাত্রলীগ) সঙ্গে আমার হয়নি।’ তিনি আরো বলেন, ‘তারা (জাবি ছাত্রলীগ) তাদের মতো করে কাজ করে। কোথায় কাজ করে, কী কমিশন পায়, কী পায় না পায় সেগুলো জানতে চাওয়াতে আমি তাদের বলেছি, আমার সঙ্গে টাকা-পয়সা নিয়ে কোনো আলাপ তোমরা করবে না। তোমরা যেটা করতে চাও তা তোমরা নিজেদের মতো করো, তোমাদের মতো চলো। আমার সঙ্গে এগুলো করো না। এটুকুই কথা। আর তারা একটা গল্প বানিয়েছে।’ অধ্যাপক ফারজানা ইসলাম আরো বলেন, ‘শোভান-রাব্বানী এখন বলছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে এক কোটি ৬০ লাখ টাকা দেয়া হয়েছে। কিন্তু তারা আমার কাছে চার থেকে ছয় শতাংশের দাবি নিয়ে এসেছিল সেটি তো একবারো বলেনি। তারা বলেছিল, অন্য জায়গায় কাজের পার্সেন্টেজ অনেক বেশি, আমাদের এখানে শোনা যাচ্ছে কম। এত কমে তো পারা যাবে না। আমি (উপাচার্য) বলেছি, আমি কমানো-বাড়ানোর কেউ না। আমার সঙ্গে টাকা নিয়ে কোনো কথা বলবে না। তোমরা সৌজন্য সাক্ষাৎ করতে আসছ, সাক্ষাৎ হয়ে গেলে তোমরা চলে যেতে পার।’ এদিকে গোলাম রাব্বানীর চিঠি এবং গণমাধ্যমে প্রকাশিত জাবি উপাচার্যের পরিবারের কমিশন বাণিজ্য নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এবং একে মিথ্যাচার উল্লেখ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস। এ ছাড়াও শাখা ছাত্রলীগকে নিয়ে যে কথা বলা হচ্ছে তা ‘অসত্য‘ ও ‘মিথ্যা’ দাবি করে এর প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পৃথক বিবৃতি দিয়েছে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে ৪৫০ কোটি টাকা থেকে উপাচার্যের মধ্যস্থতায় কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগকে দুই কোটি টাকা কমিশন হিসাবে প্রদান করা হয়েছে এমন সংবাদ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে থেকে জানা যায়, গত ৮ আগস্ট উপাচার্যের বাসভবনে কেন্দ্রীয় ছাত্রলীগ এবং ৯ আগস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে উপাচার্যের বৈঠক হয়। এরপরই কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগকে এক কোটি করে টাকা দেয়া হয়। এরপর উপাচার্যের পক্ষ থেকে অর্থ লেনদেনের বিষয়টি নাকচ করা হয়। কিন্তু পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগ মহাপরিকল্পনার ৪-৬ শতাংশ টাকা চাঁদা দাবি করেছে বলে জানান উপাচার্য। গণমাধ্যমকে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের টেন্ডার পেয়েছে এমন কোম্পানির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দিতে চাপ দেয় শোভন ও রাব্বানী। এরমধ্যেই কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপাচার্যের পরিবারের কমিশন বাণিজ্য এবং শাখা ছাত্রলীগকে অর্থ প্রদান নিয়ে বক্তব্য দেয়ায় আলোচনার ঝড় বইছে জাবি ক্যাম্পাসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App