×

জাতীয়

চট্টগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪২ পিএম

চট্টগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
আর কদিন পরেই সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মূল আনুষ্ঠানিকতা শুরু হতে এখনো দুই সপ্তাহ বাকি থাকলেও দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা। প্রতিমা তৈরিতে সব মণ্ডপেই দেবী দুর্গার অবয়ব তৈরি থেকে শুরু করে রংতুলিতে সাজিয়ে তোলাসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দক্ষ কারিগরদের হাতের শৈল্পিক ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পাবে প্রতিমা। এ কারণে তাদের এই দিন রাত নিরলস পরিশ্রম। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতি বছর অশুভ শক্তির বিনাশকল্পে দেবী দুর্গা এই ধরাধামে আবিভর্‚ত হয়। তাই সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, সমাজ থেকে সব অন্যায়-অবিচার, গ্লানি ও বৈষম্য দূর করার জন্যই আয়োজন করা হয় শারদীয় দুর্গাপূজার। নগরীর দেওয়ানজীপুকুর পাড়ের রূপশ্রী শিল্পালয়, হাজারী লেনের মহামায়া স্টুডিও, সদরঘাটের লোকনাথ শিল্পালয়, নটরাজ শিল্পালয়, স্বর্গীয় দুলাল পাল প্রতিমালয় ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি শিল্পালয়ে ১৫ থেকে ৪০টি পর্যন্ত প্রতিমা তৈরি করা হচ্ছে। শিল্পালয়ের চারপাশে সারিবদ্ধভাবে একপাশে রাখা হয়েছে দেবী দুর্গার প্রতিমা এবং অন্য পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। সব প্রতিমাই প্রায় অর্ডার হয়ে গেছে। শিল্পীদের নিপুণ হাতে ইতোমধ্যে সব প্রতিমার মাটির কাজ প্রায় শেষ। আর দুইদিন পরই শুরু হবে রংয়ের কাজ। এরপর সাজসজ্জার। শিল্পীর রঙতুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠবে প্রতিমার রূপ। মৃৎশিল্পীরা জানান, প্রতিমার কাজ দ্রুত সম্পন্ন করতে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তারা পুরোদমে কাজ করছেন। প্রতি বছরই এই কাজের মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করে থাকেন। এ পেশা ছাড়া তারা আর অন্য কোনো পেশায় জড়িত নন। তাদের পূর্বপুরুষরাও এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারা জানান, ইতোমধ্যে প্রতিমা তৈরির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। রংয়ের কাজ শুরুর পর মৃৎশিল্পীদের ব্যস্ততা আরও বাড়বে। দিন-রাত চলবে কাজ। মৃৎশিল্পী মহাজোটের উপদেষ্টা ও সদরঘাটের লোকনাথ শিল্পালয়ের কর্ণধার অমল পাল বলেন, ‘আষাঢ় মাস থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। এখানে বড়, ছোট ও মাঝারি মিলে ৪০টি প্রতিমা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। এরমধ্যে প্রায় সব প্রতিমার অর্ডার হয়েছে। দুই-একদিনের মধ্যে শুরু হবে রংয়ের কাজ। এখানে প্রতিদিন ১০ জন লোক কাজ করছেন। এদিকে মৃৎশিল্পী মহাজোটের সভাপতি ও রূপশ্রী শিল্পালয়ের স্বত্বাধিকারী রতনকৃষ্ণ পাল বলেন, এই শিল্পালয়ে ৩৩টি প্রতিমা রয়েছে। সবই সনাতনী প্রতিমা এবং অর্ডারের। কারণ অর্ডার ছাড়া আমরা প্রতিমা তৈরি করি না। এখন সাদা রংয়ের প্রলেপ দেয়া হচ্ছে। এর ২-৩ দিন পরে শুরু হবে মূল রংয়ের কাজ। প্রতিদিন ৮ জন লোক কাজ করছেন এখানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App