×

বিনোদন

স্নেহের ছায়াতলে থাকতে চাই আমৃত্যু-আসিফ আকবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:২২ এএম

স্নেহের ছায়াতলে থাকতে চাই আমৃত্যু-আসিফ আকবর
প্লেব্যাকে কনক আপার সঙ্গে প্রথম গান গাওয়ার সুযোগ করে দেন শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাই। আপা স্বমহিমায় আমাকে সাহসের জোগান দেন, যেন ভয় না পাই। দেশের আরেকজন রত্ন মরহুম খালিদ হাসান মিলু ভাইয়ের ব্যস্ততায় সুযোগটা আমি পেয়ে যাই। তারপর আপার সঙ্গে অনেক গান গাওয়ার সুযোগ এসেছে এই ক্ষুদ্র আসিফের জীবনে, দেশে বিদেশে। আপা খুব মনোযোগী একজন আর্টিস্ট, গান গাওয়ার সময় অস্থিরতা তার মারাত্মক অপছন্দ। আমার পারফরমেন্সের সঙ্গে অত্যন্ত সাংঘর্ষিক এই বিষয়টি আপা মেনে নিয়েছেন, কারন তিনি বুঝে নিয়েছিলেন আমি এই টাইপেরই একটা আইটেম। আপার শান্তশিষ্ট এ্যাটিচিউড সবসময়ই আমার ওপর চাপ সৃষ্টি করে রেখেছে। জীবন্ত কিংবদন্তি সুরকার শ্রদ্ধেয় আলম খান আঙ্কেলের একটা মুভির গান গাইতে হবে, মৌসুমী আপা আর শাকিব খান ভাইবোন হিসেবে গানটি লিপ করবেন। আলম খান আঙ্কেল আমাদের সিকোয়েন্স বুঝিয়ে দিয়ে বললেন- তোমরা আপন ভাইবোনের মতো ফিল নিয়ে গানটা গাইবে। আপা আমি দুজনই মাইক্রোফোনর সামনে তখন, আপা মুচকী হেসে বললেন- আমরাতো দুজন ভাইবোনই তাইনা আসিফ? আমার আবেগটা হয়তো বোঝাতে পারছি না এখন, তবে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল তখন, কান্নাটাকে প্রশ্রয় দেইনি নিজের দুর্বলতা ঢেকে রাখার নিমিত্তে। আপা আপনি আসলেই অনন্য, আপনার সরলতাকেই ভয় পাই। অডিও সার্কিটে আপার সঙ্গে গাওয়ার সুযোগ হয়নি। আপা অনুমতি দিয়েছেন, গান রেডী, আপা আমেরিকা থেকে এসেই ভয়েজ দেবেন ইনশাআল্লাহ। আপা, আপনাকে অনেক সম্মান করি, আরেক জীবন নিয়ে আমার কোনো ধারণা নেই। জীবনে যতটুকু সময় আছে, এই সময়টুকু আপনার স্নেহধন্য ছোট ভাই হিসেবেই প্রশ্রয় চাই। আপনি যখন আমাকে সম্বোধন করেন ‘আমার পাগলা ভাই’, খুব ভালো লাগে আপা। আজ আপনার জন্মদিন, আমিসহ পুরো দেশ ধন্য এই কারণে- আমাদের একজন কনকচাঁপা আছেন। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। শুভ জন্মদিন আপা...। আপনার স্নেহের ছায়াতলে থাকতে চাই আমৃত্যু...। ভালোবাসা অবিরাম...। (১১ সেপ্টেম্বর কনকচাঁপার ৫০তম জন্মদিনে ফেসবুকে সঙ্গীতশিল্পী আসিফের স্ট্যাটাস)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App