×

জাতীয়

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৩ জন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৫ পিএম

রাজধানীতে পৃথক ঘটনায় মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৫ হাজার ৯৬৬ পিস ইয়াবা, ২৮৩ গ্রাম হেরোইন ও ২ কেজি ৪৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ২৬টি মামলা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, শুক্রবার যাত্রাবাড়ীর ধলপুর এলাকা অভিযান চালিয়ে ৬ হাজার ২শ’ পিস ইয়াবাসহ নূরুল আমিন ওরফে মিজান (২১), মিজানুল হক ওরফে মিজান (২০) ও মো. এরশাদ (৩৫) নামের তিনজনকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ বিভাগ)।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

অন্যদিকে রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের দায়ে আরো ৪০ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৯ হাজার ৭৬৬ পিস ইয়াবা, ২৮৩ গ্রাম হেরোইন ও ২ কেজি ৪৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App